কলকাতা: কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল জেনে নিন
মেষ রাশি- আত্মবিশ্বাসের অভাবে ভুগবেন না। তেমন হলেই একাধিক সমস্যা ঘিরে ধরবে আপনাকে। কাজও ব্যাহত করবে। মাথা ঠান্ডা রাখুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এদিন খরচ করলেও টাকার টানাটানি হবে না। দূরে থাকা কোনও আত্মীয় আপনাকে উপহার পাঠাতে পারেন।
বৃষ রাশি - সংসারে শান্তি বজায় রাখাই আপনার লক্ষ্য হোক। রাগ পুষে রাখবেন না, তাতে আখেরে আপনারই ক্ষতি হবে। ইতিবাচক মনোভাব রাখুন সবসময়। পরিবারকে সবার আগে গুরুত্ব দিন। কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে। কাজের চাপ থাকলেও কাটিয়ে উঠতে পারবেন।
মিথুন রাশি- বয়স্ক কারও থেকে ভাল পরামর্শ মিলবে। কাজের থেকে কিছুটা সময় বের করে পরিবারের সঙ্গে সময় কাটা। বন্দু ও পরিবারের সদস্য়দের সঙ্গে ভাল সময় কাটালে সমস্যা এড়াতে পারবেন।
কর্কট রাশি- স্বাস্থ্য়ের দিকে নজর রাখুন। মেপে খাওয়া-দাওয়া করুন। শরীরচর্চার দিকে নজর রাখুন। কমিশন, ডিভিডেন্ট বা রয়্যালটি থেকে আয় হতে পারে। বন্ধু বা আত্মীয়দের থেকে সাহায্য মিলবে। এখনই মনের কথা কাউকে বলবেন না। মনের কথা মনেই রাখুন। এদিন কাজের ক্ষেত্রে মন বসবে না। তার জন্য চিন্তা করবেন না।
সিংহ রাশি - মনসংযোগ বৃদ্ধি করা প্রয়োজন। মানসিক শক্তি বৃদ্ধির জন্য যোগাভ্যাস করতে পারেন। ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেবেন না। আর্থিক চুক্তি করার আগে সবদিক ভেবে নেবেন। সামাজিক অনুষ্ঠানে যোগদান করলে সময় ভাল কাটবে। বিতর্কিত বিষয়ে তর্ক করবেন না।
কন্যা রাশি- প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। নিজের মনের কথা বুঝেই সিদ্ধান্ত নিন। রিয়াল এস্টেট এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে আজ ভাল দিন। যে কোনও নেশা ছাড়ার চেষ্টা করুন। সুযোগের সদ্ব্যবহার করুন। সুযোগ ছাড়বেন না।
তুলা রাশির - ব্যস্ততার মধ্য়েও শরীরের দিকে খেয়াল রাখুন। নতুন কোনও সুযোগ আসতে পারে আজ, তার জন্য আপনার আর্থিক লাভও হতে পারে। সঙ্গীর ব্যক্তিগত পরিসরে বেশি নাক না গলানোই ভাল। প্রয়োজনে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখুন।
বৃশ্চিক রাশি - শরীরের দিকে খেয়াল রাখুন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাকে উপেক্ষা করবেন না। আপনার ভাই বা বোন আপনার কাছে সাহায্য চাইতে পারে। তা করতে গিয়ে আপনার সমস্যা হতে পারে। যদিও শীঘ্রই এই সমস্যা কেটে যাবে। সন্তানের দিকে খেয়াল রাখুন। এদিন সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে।
ধনু রাশি- মন ভাল রাখতে গেলে শরীরও ভাল রাখতে হবে। কোনও দ্রব্য হারানোর ঝুঁকি রয়েছে। নিজের জিনিসপত্রের খেয়াল রাখুন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ওঠানামা হতে পারে, বিচলিত হবেন না। রফতানির বাণিজ্য যাঁরা করেন, তাঁরা লাভের মুখ দেখবেন।
মকর রাশি- এদিন আপনি নিজেকে ক্লান্ত অনুভব করতে পারেন। ছোটখাট কোনও বিষয় আপনাকে বিরক্ত করতে পারে। খরচে লাগাম দিন, দায়িত্ব সামলে তারপরেই বিনোদনে খপত করুন। প্রয়োজনীয় কাজ আগে সেরে নেবেন। কর্মক্ষেত্রে বুদ্ধির সাহায্যে প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন।
কুম্ভ রাশি- এদিন অবসর সময় ভাল করে কাটান। কাছের কারও আর্থিক সাহায্যের দরকার হতে পারে। পরিবারের কোনও শিশু সদস্যের শারীরিক পরিস্থিতি চিন্তার কারণ হতে পারে। কারও কারও জীবনসঙ্গীর স্বাস্থ্যও উদ্বেগের কারণ হতে পারে। এদিন নিজের দক্ষতা দেখানোর সুযোগ মিলবে আপনাদের।
মীন রাশি- এদিন কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাসী অনুভব করবেন। বিনিয়োগের আগে সবদিক খতিয়ে দেখুন। নয়তো ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার জন্য় কারও কারও মুখে হাসি ফুটতে পারে। কাজের জায়গা পরিবর্তন আপনার জন্য শুভ হতে পারে।
আরও পড়ুন: মাছ খান না? ডিমে অ্যালার্জি? প্রোটিন মিলবে কীভাবে?