Daily Astrology: প্রেমে চাপ বাড়বে কাদের ? কেমন যাবে আজকের দিন ?
Daily Astrology Updates: রাশি অনুযায়ী কেমন যাবে দিনটি? কী বলছে আপনার গ্রহ নক্ষত্র? চলুন জেনে নেওয়া যাক।
কলকাতা: আজ ৪ জানুয়ারি, বুধবার। নতুন বছরে নতুন সূর্যের আলোর অপেক্ষায় সবাই। রাশি অনুযায়ী কেমন যাবে দিনটি? (Horoscope) কী বলছে আপনার গ্রহ নক্ষত্র? চলুন জেনে নেওয়া যাক।
মেষ রাশি- পেটের কষ্ট থাকবে। তাড়াহুড়োয় শরীরে আঘাত লাগতে পারে। সন্তানের জন্য় খরচ বাড়বে।শত্রু চেষ্টা করলেও কোনও ক্ষতি করতে পারবে না। কাজে মিলতে পারে উন্নতি।
বৃষ রাশি- অতিরিক্ত আবেগে ক্ষতি।আর্থিকচাপ দেখা দিতে পারে। নামী সংস্থায় কাজের বিষয়ে আলোচনা। আইনিকাজে খরচ বাড়বে। কর্মক্ষেত্রে শত্রুর ক্ষতি করার চেষ্টা করবে, সতর্ক থাকুন।
মিথুন রাশি- কর্মস্থান পরিবর্তন হতে পারে। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে , সতর্ক হন। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে জামেলা হতে পারে। বুদ্ধির ভুলে সমস্যা ।
কর্কট রাশি- বাড়িতে অতিথি আসতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা।
সিংহ রাশি- শেয়ারে বিনিয়োগের বিষয়ে সাবধানে থাকুন। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। শত্রুরা পরাজয় স্বীকার করবে। আপনার শরীর খারাপের সম্ভাবনা রয়েছে। তবে পরিবারের শরীর ভাল থাকবে।
কন্যা রাশি- প্রেমে অশান্তি বাড়তে পারে। রক্তচাপ এবং মাথার যন্ত্রনা বাড়তে পারে।চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। তবে শত্রুরা বেশি ক্ষতি করতে পারবে না।
তুলা রাশি- কর্মস্থানে নতুন যোগাযোগ। প্রেমে বিরহ আসতে পারে। ব্যবসায় কারও থেকে খারাপ ব্যবহার পেতে পারেন।একটু সাবধানে চলাফেরা করা প্রযোজন। আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি- অতিরিক্ত পরিশ্রম, রাগ আসতে পারে, নিয়ন্ত্রণে রাখুন। পরিবারের সঙ্গে ভ্রমণের আলোচনা। ব্যবসায় ভালো সময়। বিবাহের পর আর্থিক উন্নতি বাড়বে।
ধনু রাশি- মাথার যন্ত্রনা বাড়বে। নতুন কাজের যোগাযোগ আসতে চলেছে। কাজের জায়গায় শত্রুরা ক্ষতির চেষ্টা করবে। বিশেষ করে গুপ্ত শত্রু থেকে সাবধান।
মকর রাশি- নিজের বুদ্ধির প্রয়োগে সাফল্য। প্রেমের জন্য বাড়িতে বিবাদ।অবিবাহিতদের প্রবল বিবাহের সম্ভাবনা। বিবাহের পর ধনসম্পদ লাভ হবে।
কুম্ভ রাশি- বিজ্ঞানচর্চার ক্ষেত্রে উপযুক্ত সময়। কর্মস্থানে তর্ক থেকে সতর্ক থাকুন, দূরে থাকুন।লেখাপড়ায় বাধাবিঘ্নের আশঙ্কা রয়েছে। পিতা মাতার স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন।
মীন রাশি- প্রেমে চাপ বাড়বে। বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। কাজে পরিশ্রম বাড়বে। তবে কর্মে উন্নতি যোগ রয়েছে। পেটের কষ্ট বাড়বে।