কলকাতা: কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল জেনে নিন


মেষ রাশি- এদিন নিজেকে সময় দিন। কাজের চাপ থেকে অব্যহতি নিন। এদিন বিনিয়োগ নিয়ে তাড়াহুড়ো করবেন না। হঠকারী ভাবে কোথাও বিনিয়োগ করলে ক্ষতির মুখে পড়তে হতে পারে। ব্যক্তিগত সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে মেটান। অন্য কারও সামনে আলোচনা করবেন না। নতুন কৌশল শিখে কাজে উন্নতি করতে পারবেন। 


বৃষ রাশি - আজ মনে আত্মবিশ্বাস রাখুন। ভবিষ্যত নিয়ে আত্মবিশ্বাসী থাকুন। নিজের আর্থিক অবস্থার উন্নতি হবে। অনেকদিন ধরে ইচ্ছে রয়েছে এমন কিছু কিনতে পারেন আজ। পরিবারের কোনও সদস্যে বাড়ি ফেরার খবর মিলতে পারেন। আপনার কাজ এবং ধৈর্যের ফল পাবেন এদিন। 


মিথুন রাশি- এদিন মাথা ঠান্ডা রাখুন। এদিন বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। মাথা ঠান্ডা রাখলে সেসব কাটিয়ে উঠতে পারবেন। ঠিকমতো পদক্ষেপ না করলে সমস্যা বাড়তে পারে। নিজের রাগ নিয়ন্ত্রণ করুন। কোনও কোনও ব্যবসায়ী এদিন কোনও বন্ধুর সাহায্যে ভাল লাভের মুখ দেখতে পারেন।  


কর্কট রাশি- আজ আপনার উৎসাহ উদ্দীপনা ভাল থাকবে। এদিন ব্যবসার জন্য কাওকে ধার দেবেন না। পরিবারের ছোটদের সঙ্গে ভাল সময় কাটাতে পারেন। মানসিক ভাবে এদিন অশান্ত থাকতে পারেন। কর্মক্ষেত্রে যা যা বদল হবে তা আপনার জন্য় ভালই হবে। আপনার ব্যক্তিত্ব অনেকেরই পছন্দ হবেন। 


সিংহ রাশি - দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। সন্তানের জন্য এদিন আপনার আর্থিক লাভ হবে। কোনও ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন। এদিন প্রেমের জন্য ভাল দিন। সন্ধেয় ভাল সময় কাটাতে পারেন। কোনও সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগলে তার মুখোমুখি হতে পারেন।  


কন্যা রাশি- এদিন বন্ধুদের থেকে সবরকম সমর্থন পাবেন। এদিন কোনও বিনিয়োগ করলে তা দীর্ঘমেয়াদি লক্ষ্য রেখেই করুন। ঘরের সমস্যা সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। যাঁকে পছন্দ করেন তাঁর সঙ্গে যোগাযোগ করবেন। এদিন নিজের জন্য একটু সময় বের করুন। 


তুলা রাশির - আজ অর্থ নিয়ে নানারকম চিন্তা আসতে পারে। টাকার টানাটানি নিয়ে স্ট্রেস বাড়তে পারে। মায়ের দিকের কোনও আত্মীয়ের কাছ থেকে আর্থিক সাহায্য মিলতে পারে। ঘরের কোনও সদস্য কোনও কারণে আপনার উপর বিরক্ত হতে পারেন। নতুন অংশীদারি ব্যবসা শুরু করার জন্য এদিনটি ভাল।


বৃশ্চিক রাশি - শরীরের দিকে খেয়াল রাখুন। নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন। যাঁরা সফল ব্যবসায়ী তাঁদের অনেকেই আজ যে কোনও বিনিয়োগের আগে অতিমাত্রায় সতর্ক থাকুন। সন্তানের কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আজ আমন্ত্রণ পেতে পারেন। ধৈর্য রাখলেই আপনার লক্ষ্যপূরণ হবে। দাম্পত্যজীবনে ভাল কিছু ঘটবে।


ধনু রাশি- কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। কাজের চাপে স্ট্রেস বাড়বে। ঘরের নানা সমস্যা দেখা দিতে পারে, সেই কারণে কাজের জায়গায় মন বসাতে সমস্যা হবে। কোনও পুরনো রোগ ফেরত আসতে পারে। আপনার কোনও অভ্যাস নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা হতে পারে। বিপরীত লিঙ্গের কেউ আপনার প্রতি অনুরক্ত হতে পারেন। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।


মকর রাশি- গাড়ি চালানোর সময় সতর্কতা জরুরি। কারও বেখেয়ালের কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। শীঘ্রই আর্থিক উন্নতির যোগ রয়েছে। সঙ্গীর উপর কোনওরকম অবিশ্বাস করবেন না। কাজের জায়গায় যা যা পরিবর্তন চলছে তাতে আখেরে আপনারই লাভ হবে। 


কুম্ভ রাশি-  কাজ নিয়ে চাপে থাকতে পারেন। কাজের সমস্যা আপনার ব্য়ক্তিগত সম্পর্কেও পড়তে পারে। যাঁরা পুরনো কোনও বিনিয়োগ করেছেন, সেখান থেকে লাভ মিলতে পারে। অবাস্তব কোনও স্বপ্ন তাড়িয়ে বেড়াবেন না। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাতে পারেন। 


মীন রাশি- এদিন কাউকে কাউকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। যার জন্য দুশ্চিন্তা হতে পারে। আর্থিকভাবে আপনি ভাল জায়গায় থাকবেন। নক্ষত্র ও গ্রহ আপনার অনুকূলে থাকবে। আয়ের সুযোগ আসবে, সেখান থেকে লাভ মিলবে। পরিবারে সময় দিন, নয়তো পরিবারের সদস্যরা নালিশ করতে পারে। কাজের জায়গায় নিজের সিদ্ধান্ত ভাল করে বোঝাতে পারবেন।


আরও পড়ুন: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে