Daily Astrology: ব্যবসায় লাভ, মিলবে চাকরিও; দোলে ভাগ্য খুলবে কার?
Horoscope Tomorrow: তুলা থেকে মীন, শুক্রবার কোন রাশির ভাগ্য কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

কলকাতা: আগামীকাল ১৪ মার্চ। শুক্রবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): কর্মক্ষেত্রে ঝামেলা মিটবে। স্বস্তিতে দিন কাটবে। আর্থিক অবস্থা আগের চেয়ে ভাল থাকবে। কর্মক্ষেত্রে নেওয়া সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবেন। চিন্তা করে বাবাকে কথা বলতে হবে। কোনও প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হবেন না। ব্যবসায় কিছু জটিলতা থাকা সত্ত্বেও, ভাল লাভ পাবেন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি সহজেই পূরণ করতে পারবেন।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করলে ভাল সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের জন্য সম্মান পাবেন। সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিদের বদলির সম্ভাবনা। স্বাস্থ্যের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে। আত্মসম্মান রক্ষা করতে হবে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন। অর্থ বিনিয়োগ করতে হবে। স্ত্রীর সাফল্যে মন খুশি। শ্বশুরবাড়ির কারও কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের পুরনো রোগ আবার দেখা দিতে পারে।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): সাহস বাড়বে। কোনও কাজে উদ্যোগ নিতে হবে। কাজে সাফল্য পাবেন। সামাজিক ও রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। চারপাশে থাকা বিরোধীদের চিহ্নিত করতে হবে। নতুন কিছু করলে ফল পাবেন। পুরনো ভুল থেকে শিক্ষা নিতে হবে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): ব্যবসায়িক দিক থেকে ভাল দিন। খারাপ পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখতে হবে। বড় সাফল্য অর্জন করতে পারেন। বিনোদন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। পরিবারের কোনও সদস্য তিরষ্কার করতে পারেন। কাজে অসাবধান হলে তা সমস্যা হয়ে দাঁড়াবে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): নতুন চুক্তি সই করার সম্ভাবনা। অন্যদের উপর নির্ভরশীল হলে সমস্যা হবে। রাজনৈতিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা জনসমর্থন বেশি পাবেন। কাজের প্রশংসা করা হবে। বাড়িতে কোনও শুভ উৎসবের প্রস্তুতি নেওয়া হতে পারে। যে কোনও কাজের সমস্যা সমাধানের জন্য বাবার পরামর্শের প্রয়োজন হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন




















