Daily Horoscope: ব্যয় বাড়বে সপ্তাহের প্রথম দিন, শত্রুপক্ষের থেকে সাবধান হতে হবে সোমবার
Horoscope Tomorrow : মেষ থেকে তুলা, সোমবার কোন রাশির ভাগ্য কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): উৎসাহ এবং সাফল্য বাড়বে কাজে। কাজ সময়মতো সম্পন্ন হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। নতুন কাজের সুযোগ পাবেন। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। স্বাস্থ্য ঠিক থাকবে। বন্ধুদের সঙ্গে সময় ভাল কাটবে। বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে।
বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): পরিবারকে সময় দিতে হবে। কর্মক্ষেত্রে মনোযোগ দিন। বাবার পরামর্শ উপকারী হবে। সম্পত্তি সম্পর্কিত বিষয়ে অগ্রগতি হবে। মানসিক চাপ থাকতে পারে। বাড়িতে অতিথির আগমন হবে। পুরনো বিনিয়োগ থেকে লাভ পাবেন। সন্তানের দিকে আরও বেশি খেয়াল দেওয়া প্রয়োজন।
মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): সপ্তাহের প্রথমদিন লাভ এবং সম্মান বাড়বে। কেরিয়ারে নতুন যোগাযোগ তৈরি হবে। কাজে অগ্রগতি হবে। অপ্রত্যাশিত লাভ পাবেন। তবে ব্যয় বাড়তে পারে। আপনি ক্লান্ত বোধ করতে পারেন। ভারসাম্য বজায় রাখতে হবে। শ্বশুরবাড়ির কাছ থেকে সম্মান পাবেন।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): বুদ্ধিমানের সঙ্গে কথা বলুন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে। শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। আর্থিক পরিস্থিতি ভাল হবে। মানসিক চাপ থাকতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হবে। বাবা-মায়ের আশীর্বাদ পাবেন।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে। সমাজ এবং কর্মক্ষেত্রে সাফল্য আসবে। ব্যয় বাড়তে পারে। আয়ের ভারসাম্য বজায় রাখুন। স্বাস্থ্য ভাল থাকবে। বাড়িতে অতিথির আগমন হতে পারে। বিপদে লড়াই করতে হবে একাই।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): সাফল্য আসবে। কঠোর পরিশ্রমের প্রতিদান পাবেন। কাজের ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন। আর্থিক অবস্থা শক্তিশালী। ক্লান্তি এবং কাজের চাপ থাকবে। পরিবারে মতপার্থক্য শেষ হবে। সন্তানদের কাছ থেকে খুশির খবর আসবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















