Kal Ka Rashifal: রবিতে ৫ রাশির টেনশন বাড়তে পারে, হুড়মুড়িয়ে বেরবে টাকা, বাকি রাশিতে প্রাপ্তিযোগ?
Sunday Horoscope: রবিবারের দিনটি কেমন কাটতে চলেছে?

মেষ রাশি- মেষ রাশির জাতকরা আজ মিশ্র পরিণাম পাবেন। ব্যবসায় মন্দার কারণে চিন্তিত থাকবেন। পরিজনদের সহযোগিতা পাবেন। পরিবারের সদস্যদের কিছু বলার আগে ভালো করে চিন্তাভাবনা করে নিন, তা না-হলে তাঁদের খারা লাগতে পারে। শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিবাদের সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে।
বৃষ রাশি- বৃষ রাশির জাতকরা আজ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সুনাম অর্জন করবেন। ভালোভাবে দায়িত্ব পালন করবেন, এ ফলে বরিষ্ঠ সদস্যরা আপনার প্রতি আনন্দিত থাকবেন। সরকারি কাজে সতর্কতা অবলম্বন করতে হবে। তা না-হলে সমস্যা উৎপন্ন হতে পারে। বন্ধুর কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। জনকল্যাণের আগে অগ্রসর হবেন। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে ভাইয়ের পরামর্শ নিতে ভুলবেন না। ছোট দূরত্বের যাত্রায় যেতে পারেন।
মিথুন রাশি- মিথুন রাশির জাতকদের সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীকে শপিংয়ে নিয়ে যেতে পারেন। যে কোনও পরিস্থিতিতে ধৈর্য বজায় রেখে চলতে হবে, তা না-হলে সমস্যা সম্ভব। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ অর্জন করলে খুশি হবেন। সরকারি চাকরিজীবী জাকতকদের বদলির সম্ভাবনা রয়েছে। বাণী সৌম্য়তা আপনাকে সম্মান প্রদান করবে। পুরনো ঋণ শোধ করতে পারেন।
কর্কট রাশি- কর্কট রাশির জাতকরা বিশেষ অভিজ্ঞতা অর্জন করবেন। নতুন কাজ শুরুর জন্য সময় ভালো। কর্মক্ষেত্রে শত্রু নিজেদের মধ্যে লড়াই করেই ধ্বংস হবে। কারও শোনা কথায় বিশ্বাস করবেন না। চাকরিজীবী জাতকদের ওপর কাজের চাপ বাড়বে। কউকে কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকলে, তা পূরণ করতে পারবেন।
সিংহ রাশি- সিংহ রাশির জাতকরাও আজ মিশ্র ফলাফল পাবেন। আকস্মিক লাভ অর্জনের ফলে আনন্দের সীমানা থাকবে না। লগ্নি সংক্রান্ত ক্ষেত্রে রুচি বাড়তে পারে। দান-পুণ্যের কাজে অংশগ্রহণ করবেন। ছোটদের ভুল ক্ষমা করুন। আয় থেকে অর্থ সঞ্চয় করতে পারবেন। ব্যবসায়ীরা সতর্ক থাকুন, তা না-হলে সমস্যা সম্ভব। কারও সঙ্গে বিবাদে জড়াবেন না, তা না-হলে সম্পর্কে বিভেদ সৃষ্টি হতে পারে।
কন্যা রাশি- কন্যা রাশির জাতকদের আজকের দিনটি আনন্দে পরিপূর্ণ থাকবে। কর্মক্ষেত্রে ভালো প্রদর্শন করে আধিকারিকদের চমকে দেবেন। মা-বাবার সঙ্গে ধর্মীয় স্থানের যাত্রায় যেতে পারেন। বিরোধীরা আপনার কাজে বাধা উৎপন্ন করতে পারেন। সন্তানকে দায়িত্ব দিলে তাঁরা সেটি ভালোভাবে পূরণ করতে পারবেন। কোনও কাজের কারণে অবসাদগ্রস্ত থাকলে তা দূর হবে।
তুলা রাশি- তুলা রাশির জাতকরা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করবেন। পদোন্নতি সম্ভব। অহংকারী হবেন না। ছোট বাচ্চারা আপনার কাছে দাবী রাখতে পারেন। বাড়ির পুনর্নবীণিকরণে মনোনিবেশ করবেন। পরিবারের কোনও সদস্যের দূরে চাকরি পাকা হতে পারে। কর্মক্ষেত্রে কোনও কাজের কারণে অযথা অবসাদে থাকবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদে জয়ী হতে পারেন।
বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকরা অংশীদারীতে কাজ করতে পারেন। বড় ডিল চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ীরা ভালো মুনাফা অর্জন করবেন। কোনও বড় চুক্তি চূড়ান্ত করতে পারেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। ছোট দূরত্বের যাত্রায় যেতে পারেন, এর দ্বারা লাভ সম্ভব। সন্তানকে নতুন কোর্সে ভরতির পরিকল্পনা করে থাকলে, ইচ্ছা পূরণ হবে।
ধনু রাশি- ধনু রাশির জাতকদের আজকের দিনটি দুর্বল থাকবে। এ কারণে কোনও ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকতে হবে। যাত্রায় যেতে পারেন। পরিচিত ব্যক্তি আপনাকে কোনও পরামর্শ দিলে সে বিষয়ে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। আপোস করবেন না। খাদ্যাভ্যাসে পরিবর্তন করুন, তা না-হলে পেটের গোলযোগ সম্ভব। পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা পাবেন। যার ফলে সহজেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে।
মকর রাশি- মকর রাশির জাতকদের দিনের সূচনা ভালোভাবে হবে। ব্যবসায়ীরা বড় চুক্তি পেতে পারেন। দাম্পত্য জীবনে মাধুর্য আসবে। বন্ধুর সঙ্গে বিবাদ থাকলে তার সমাধান হবে। স্বাস্থ্যের প্রতি গাফিলতি করলে পড়ে বড়সড় সমস্যা দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ কাজে প্রচেষ্টা করে থাকলেও তা পূরণ করা সম্ভব হবে না। গাড়ি কিনতে পারেন। ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক কঠিন পরিশ্রম করলে, তাতে সফল হবেন।
কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতকদের আর্থিক বিষয়ে চোখ-কান খোলা রাখতে হবে। চট করে কারও ওপর ভরসা করবেন না, তা না-হলে কেউ আপনার বিশ্বাসের অসদ্ব্যবহার করতে পারেন। কারও কাছ থেকে টাকা ধার নেবেন না। কারও সঙ্গে তর্কে জড়ালে বড় পদ অর্জন করতে পারেন। তাড়াহুড়োয় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন না। তা না-হলে সমস্যা সম্ভব।
মীন রাশি- মীন রাশির যে জাতকরা চাকরির সন্ধানে রয়েছেন, তাঁদের আজকের দিনটি ভালো কাটবে, ভালো পরিণাম পেতে পারেন। ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি রুচি জাগৃত হবে। নিজের কাজের গতি বজায় রাখতে হবে। সময়ের মধ্যে জরুরি কাজ সম্পন্ন করুন, তা না-হলে সমস্যা সম্ভব। চতুর বুদ্ধির দ্বারা শত্রুদের পরাজিত করতে সফল হবেন। মায়ের তরফে আর্থির লাভ অর্জন করতে পারেন। বড়দের সম্মান করুন, তা না-হলে আপনার কোনও কথা তাঁদের খারাপ লাগতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















