Maa Lakshmi Favourite Zodiac Signs : দেবী লক্ষ্মীর কৃপা আছে ৪ রাশির সঙ্গে, আপনিও আছেন নাকি তালিকায়?
Lakshmi Favourite Zodiac Signs : ন্যায়নিষ্ঠ, সত্যাচার প্রিয় মানুষের সাথী হন দেবী লক্ষ্মী। চলুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর প্রিয় রাশি কোনগুলি।
বৃহস্পতিবার। বাঙালির লক্ষ্মীবার। এই দিনটিতেই পুজো আচ্চার মাধ্যমে ঘরে লক্ষ্মীকে বেঁধে রাখতে চান গৃহস্থরা। তবে জ্যোতিষশাস্ত্র বলে, কতকগুলি রাশি চিহ্ন আছে, যাঁরা মা-লক্ষ্মীর খুব প্রিয়, তাঁদের স্বভাব বৈশিষ্ট্যর জন্য। তবে একথাও ঠিক, একই রাশিভুক্ত সব মানুষই একরকম নন। তবে ন্যায়নিষ্ঠ, সত্যাচার প্রিয় মানুষের সাথী হন দেবী লক্ষ্মী। চলুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর প্রিয় রাশি কোনগুলি।
মেষ রাশি (২১ মার্চ - ১৯ এপ্রিল):
মেষ রাশির জাতকরা সাধারণত দৃঢ় সংকল্পে অটল থাকেন। কোনও ধরণের ঝুঁকি নিতে ভয় পায় না। এই গুণাবলী তাঁদের নেতৃত্ব দিতে সাহায্য করে। এই বছর দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন মেষ রাশির জাতকরা। সাহস এবং কঠোর পরিশ্রম আর্থিক সাফল্য আনতে সাহায্য করবে। মাথা খাটিয়ে বিনিয়োগ করুন। আর্থিক লক্ষ্যে অটল থাকুন।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন):
মিথুন রাশির জাতকরা খুব সহজে মানিয়ে নিতে পারেন। যোগাযোগ দক্ষতা খুব ভাল। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান এঁরা সহজেই। সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এই রাশির জাতকদের। মা লক্ষ্মীর আশীর্বাদ এXosj আর্থিক বৃদ্ধির পথ সুগম করবে।
কন্যা রাশি (২৩ আগস্ট - ২২ সেপ্টেম্বর):
কন্যারাশির জাতক হলে, এই সময়টা ভাল কাটবে। এঁরা মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে দক্ষ হন। আর্থিক বিনিয়োগে ভাল ফল মিলতে পারে । এই রাশির উপর তার মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। কন্যারাশিদের তাদের আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করার এটাই ভাল সময়। বিনিয়োগ করা ভাল, তবে সবটাই করবেন বুঝেশুনে, কারও দ্বারা প্রাভাবিত হয়ে নয়।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর):
ধনু রাশির ব্যক্তিরা তাদের দুঃসাহসিক হন। তাঁদের ঝুঁকি নেওয়ার অভ্যেস আছে। ধনুরা দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে থাকেন। ধনু রাশির ব্যক্তিরা আর্থিক উদ্যোগ নিতে পারেন। দেবী লক্ষ্মীকে আন্তরিক প্রার্থনা জানান। তিনি এই রাশির প্রতি সদয়।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন