Numerology Tips: মাসের শেষেই চমক, পরিশ্রমের ফল পাবেন এই জাতকরা, ফুলেফেঁপে উঠবে ব্যবসা
Zodiac Signs: কেরিয়ারেও উন্নতির যোগ রয়েছে। আজ ১ থেকে ৯ মূলাঙ্কের জাতকদের দিন কেমন কাটবে

কলকাতা: শনিবার বড়ঠাকুরের আরাধনা করলে দশা ও মহাদশা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও আজ যে জাতকদের জন্মদিন, তাঁদের মূলাঙ্ক ৬। এই সংখ্যার জাতকরা আজ প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটাবেন। এ ছাড়াও বেশ কিছু মূলাঙ্কের ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে। কেরিয়ারেও উন্নতির যোগ রয়েছে। আজ ১ থেকে ৯ মূলাঙ্কের জাতকদের দিন কেমন কাটবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মূলাঙ্ক ১
১ মূলাঙ্কের জাতকদের আজকের দিনটি উন্নতিতে ভরপুর। আত্মবিশ্বাস বাড়বে। পরিশ্রমের জোরে সাফল্যের পথে অগ্রসর হবেন। তবে অতি আত্মবিশ্বাস কখনও কখনও সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন।
মূলাঙ্ক ২
২ মূলাঙ্কের জাতকরা আজ মানসিক শান্তি লাভ করবেন। কোনও সমস্যা চললে তা মিটমাট করার চেষ্টা করবেন। সম্পর্কে বুদ্ধিমত্তার প্রয়োগ করে কাজ করুন, বিবাদ এড়িয়ে যান। আর্থিক পরিস্থিতি উন্নত হতে পারে, তবে নিজেকে বিশ্রাম দিন।
মূলাঙ্ক ৩
৩ মূলাঙ্কের জাতকদের আজকের দিনটি সৃজনশীলতায় ভরপুর থাকবে। নতুন পরিকল্পনা ও চিন্তাভাবনা কার্যকরী করতে হবে। শক্তি ও উৎসাহ সঞ্চারিত হবে। এর দ্বারা নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন। স্বাস্থ্যের যত্ন নিন। খুব বেশি কাজ করবেন না।
মূলাঙ্ক ৪
৪ মূলাঙ্কের জাতকরা ব্যবসায়িক ক্ষেত্রে মনোনিবেশ করবেন। কোনও কাজে ধীরগতিতে উন্নতি হতে পারে। ধৈর্য ধরলে সাফল্য লাভ সম্ভব। পারিবারিক জীবনে ছোটখাটো মতভদ উৎপন্ন হতে পারে। সহজেই তার সমাধান করতে পারেন। আর্থিক ক্ষেত্রে নতুন পরিকল্পনা তৈরি করতে পারেন।
মূলাঙ্ক ৫
৫ মূলাঙ্কের জাতকদের আজকের দিনটি অসাধারণ কাটবে। সামাজিক জীবনে প্রভাবশালী উপস্থিতি লক্ষ্য করা যাবে। সকলে আপনার চিন্তাভাবনা পছন্দ করবেন। কোনও যাত্রায় যাওয়ার সুযোগ পাবেন, এর দ্বারা লাভ হবে। ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন। অনাবশ্যক ঝুঁকি নেবেন না।
মূলাঙ্ক ৬
৬ মূলাঙ্কের জাতকদের আজকের দিনটি সম্পর্ক ও পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটাবেন। পুরনো মতভেদ মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কাজে সাফল্য লাভের পাশাপাশি আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। কোনও বন্ধুর কাছ থেকে পথ প্রদর্শন পেতে পারেন।
মূলাঙ্ক ৭
৭ মূলাঙ্কের জাতকরা আজ আত্মবিশ্লেষণ করবেন। জীবন কোন পথে এগিয়ে নিয়ে যাবেন, তার পুনর্বিচারের সময় এসেছে। কাজে বড়সড় চ্যালেঞ্জ দেখা দেবে। তবে এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবেন। স্পষ্টভাবে নিজের চিন্তাভাবনা ব্যক্ত করুন। যে কোনও পরিস্থিতিতে শান্ত থাকুন।
মূলাঙ্ক ৮
৮ মূলাঙ্কের জাতকদের আজকের দিনটি ব্যবসায়িক দৃষ্টিতে ভালো। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে ব্য়য় বৃদ্ধি হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ সম্ভব। তাঁদের সাহায্য কেরিয়ার নতুন পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। মানসিক শান্তি বজায় রাখুন। অন্যের সঙ্গে বিবাদে জড়াবেন না।
মূলাঙ্ক ৯
৯ মূলাঙ্কের জাতকদের পরিশ্রম ফল পাবেন। পুরনো কাজ সম্পন্ন করতে সফল হবেন। পারিবারিক জীবনে সামঞ্জস্য বজায় থাকবে। সম্পর্কে বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন। দীর্ঘযাত্রার সম্ভাবনা রয়েছে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে




















