Daily Horoscope: আবেগের বশে সিদ্ধান্ত নিলে বড় ক্ষতি, বুধবার দুর্ঘটনার আশঙ্কা এই রাশির
Horoscope Tomorrow: তুলা থেকে মীন, আগামীকাল বুধবার কোন রাশির দিন কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

কলকাতা: আগামীকাল ১৬ জুলাই। বুধবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): কেরিয়ারে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। কাজে সতর্ক থাকুন। কারো উপর অতিরিক্ত নির্ভর করলে ক্ষতি হতে পারে। বুদ্ধিমানের সঙ্গে বিনিয়োগ করুন। পড়াশোনায় উত্থান-পতন হতে পারে। পারিবারিক মতপার্থক্য থাকতে পারে।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): স্বাস্থ্য নিয়ে সমস্যা বাড়তে পারে। কাজে প্রভাব পড়বে। সাবধানে লেনদেন করুন। আইনি নথিপত্র পরীক্ষা করা প্রয়োজন। অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যের কারণে পড়াশোনার উপর প্রভাব পড়তে পারে। পারিবারিক বিরোধের আশঙ্কা।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): নতুন কাজ শুরু করার জন্য আর্থিক সাহায্য় পাবেন। লাভের জন্য ভাল সুযোগ পাবেন। আর্থিক সাহায্য পরিস্থিতির উন্নতি করবে। কঠোর পরিশ্রমের ফল পাবেন। পারস্পরিক মতবিরোধের সমাধান হবে। পরিবারে নতুন সদস্যের আগমন সম্ভব।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): কর্মক্ষেত্রে সুসংবাদ পাবেন। কাজে অগ্রগতি হবে। সম্পত্তি লেনদেনে লাভ হবে। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। একাগ্রতা বজায় থাকবে এবং তার ফলাফলও ভাল হবে। শুভ কাজের সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ থাকবে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): গাড়ি চালানোর সময় সাবধান থাকুন। কর্মক্ষেত্রে বিবাদ এড়িয়ে চলুন। বুদ্ধিমানের সঙ্গে বিনিয়োগ করুন। ক্ষতির আশঙ্কা রয়েছে। অপরিচিত কাউকে টাকা ধার দিলে বিপজে পড়তে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): কাজে ধীরে ধীরে সাফল্য আসবে। ব্যবসায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। অর্থ সম্পর্কিত কাজে সাফল্য পাবেন। প্রেমের সম্পর্কের জন্য দারুণ সময়।মতবিরোধের অবসান হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন




















