Daily Horoscope:কোন রাশির জাতকদের বৈবাহিক জীবনে সমস্যা? পদোন্নতির সম্ভাবনা কার? জেনে নিন আপনার সোমবারের রাশিফল
Daily Astrology: সোমবার কেমন যাবে? কোন রাশির জাতকের জন্য কী বলছে ভাগ্য়? কোন রাশির জাতক-জাতিকাদের জন্য কী অপেক্ষা করছে আগামীকাল? রইল বিস্তারিত রাশিফল।
কলকাতা: কেমন কাটবে আপনার দিন? আজকের রাশিফল (Daily Horoscope) জেনে নিন
মেষ (Aries Horoscope): সার্বিক ভাবে দিনটি খুব ভাল কাটবে। পেশাদারদের জন্য কোনও আশার বার্তা আসার সম্ভাবনা রয়েছে। বাড়তে পারে আয়ও যে জন্য আপনি মন-মেজাজ ফুরফুরে থাকবে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্যও সুখবর থাকতে পারে।
বৃষ (Taurus Horoscope):তরতাজা অনুভব করবেন, কিন্তু কর্মস্থলে বিপুল চ্যালেঞ্জের সম্ভাবনা থাকছে। পরিবারের জন্য খরচ বাড়তে পারে। তাই বুঝে খরচ করুন যাতে অপচয় না হয়।
মিথুন (Gemini Horoscope): দিনটি মোটের উপর ভাল ভাবে কাটার সম্ভাবনা রয়েছে। অফিসে সম্মান পেতে পারেন। ব্যবসায় উন্নতির সুযোগ থাকতে পারে। তবে স্বাস্থ্যের দিকে নজর রাখুন। সঠিক সময়ে ভারসাম্যযুক্ত খাবার অত্যন্ত জরুরি। বাইরের খাবার খেলে স্বাস্থ্য আরও বিগরোতে পারে।
কর্কট (Cancer Horoscope):সর্দি-কাশিতে ভোগার আশঙ্কা রয়েছে। শরীরের দিকে বিশেষভাবে খেয়াল রাখুন। প্রয়োজনে ডাক্তারের সঙ্গে কথা বলে ওষুধ খান।
সিংহ (Leo Horoscope):নতুন কোনও খবর পেতে পারেন। খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্য কিছু নিয়ে আনন্দে ভরপুর থাকারও সুযোগ আসতে পারে। ভেবেচিন্তে এগোলে খরচে রাশ টানা সম্ভব।
কন্যা (Virgo Horoscope): যাঁরা পেশাদার, তাঁদের জন্য পরামর্শ, আজকের দিনটা কাজ ছাড়া অন্য কোনও দিকে মন না দিলেই ভাল। মন সামান্য বিক্ষিপ্ত হলেই অফিসে বসের কাছে কটু কথা শুনতে হতে পারে।
তুলা (Libra Horoscope): যুগলদের মধ্যে অশান্তি মিটতে পারে। কেউ কেউ অযোধ্যা যাওয়ারও সুযোগ পেতে পারেন। কাজের বহর বাড়লেও সহজেই তা করে ফেলতে পারবেন।
বৃশ্চিক (Scorpio Horoscope): চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। ঊর্ধ্বতন আপনার কাজ নিয়ে সন্তুষ্ট হবেন, তাই পদোনন্নতি হতে পারে। বাড়িতেও আনন্দের পরিবেশ থাকার কথা। ব্যবসায়ীরা কাজ এগনোর আগে আরও একটু সময় নিন।
ধনু (Sagitarius Horoscope): সার্বিক ভাবে ভাল কাটবে দিন। বিশেষত, পেশাদার জীবনে সম্পূর্ণ সৎ পথে কাজের সুযোগ থাকবে। সেটা করতে পেরে আপনিও আনন্দিত হবে। তবে বৈবাহিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে।
মকর (Capricorn Horoscope):কর্মস্থলে ঝঞ্ঝাট থাকার কথা নয়। মোটের উপর নিরিবিলিতেই দিনটি কাটার কথা।
কুম্ভ (Aquarius Horoscope) :তুলনামূলক ভাবে আজকের দিনটা অনেকটাই ভালো কাটার সম্ভাবনা রয়েছে। পেশাদার জীবনে এগোনোর সুযোগ। যা কাজ করবেন, তাতেই সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। সহকর্মীরা আপনার সঙ্গে পুরোদস্তুর সহযোগিতা করবে।
মীন (Pisces Horoscope): কর্মস্থলে প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে। না হলে বসের কটু কথাও শুনতে হতে পারে। কাজের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। খরচে রাশ টানার চেষ্টা করা দরকার।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আরও পড়ুন:হঠাৎ বড় খরচের ধাক্কা এই রাশির, প্রেমে সতর্ক থাকতে হবে কাদের ? দেখুন সাপ্তাহিক রাশিফলে...