Electric Scooter: মাত্র ৬০ হাজার টাকাতেই পাবেন এই বৈদ্যুতিন স্কুটার। দাম একেবারেই সাধ্যের মধ্যে। বলা ভাল দেশের মধ্যে অন্যতম সস্তার স্কুটার এটিই। একবার সম্পূর্ণ চার্জে চলবে ৬৫ কিমি রাস্তা। ফলে ব্যাটারি প্যাকও বেশ ভাল এর। এখনকার দিনে যে হারে পেট্রোলের দাম বাড়ছে তাতে মানুষের কাছে নিত্যদিনের যাতায়াতের জন্য ভরসা হয়ে উঠছে এই বৈদ্যুতিন স্কুটার (Electric Scooter) বা বাইকগুলিই। আর ইভি নির্মাতারাও নানা রকম ভ্যারিয়ান্টের স্কুটার, বাইক বাজারে আনতে থাকছে। একের পর এক মডেল আসছে ইভি স্কুটারের। বাউন্স ইনফিনিটি সংস্থা (Bounce Infinity E1X Scooter) এবার এনেছে এরকমই এক অসাধারণ ইলেকট্রিক স্কুটার। মাত্র ৫৫ হাজার টাকাতেই পাওয়া যাবে এই স্কুটারটি। দেখে নিন স্কুটারের কী কী ফিচার্স।
এর আগেও বাউন্স ইনফিনিটি তার বেশ কিছু মডেল বাজারে নিয়ে এসেছিল। এর মধ্যে ছিল E.1, E.1+, এবার বাজারে এল E1X মডেলটি। এই সংস্থা জানিয়েছে, পেট্রোল চালিত স্কুটারের (Bounce Infinity E1X Scooter) থেকেও এর দাম প্রায় অর্ধেক হারে কম। এমনকী সংস্থার দাবি যে এর রানিং কস্টও পেট্রোল চালিত স্কুটারের থেকে কম হবে। বাউন্স ইনফিনিটির ফ্ল্যাগশিপ মডেল E.1-এর কাঠামো ও ফিচার্সের সঙ্গে এর প্রভূত মিল আছে।
এই বৈদ্যুতিন স্কুটারে সর্বোচ্চ ৫৫ কিমি প্রতি ঘণ্টায় গতি উঠতে পারে। আর সংস্থার তরফে জানা গিয়েছে এই স্কুটারে একবার চার্জ দিলে সম্পূর্ণ চার্জে একটানা ৬৫ কিমি রাস্তা যেতে পারবেন কোনও স্কুটার-আরোহী। E1X স্কুটারের সোয়্যাপেবল ব্যাটারি টেকনোলজি ফিচার্স রয়েছে। অর্থাৎ এই স্কুটারের ব্যাটারি আপনি চাইলে বদলে নিতে পারেন। ব্যাটারি (Bounce Infinity E1X Scooter) শেষ হয়ে গেলে কোনও চার্জ দেওয়া ব্যাটারি এতে লাগানো যেতে পারে। যে কোনও সোয়্যাপ স্টেশনে গিয়ে মাত্র ১ মিনিটের মধ্যেই এই ব্যাটারি বদলে নেওয়া যায়। এতে আরও সুবিধে হল, এই স্কুটারে চার্জ দেওয়ার জন্য বাড়িতে চার্জিং স্টেশন বানানোর দরকার নেই। এর ব্যাটারি আলাদা করে খুলে তাতে চার্জ দেওয়া যাবে। টেলিস্কোপিক ফর্ক, টুইন শক অ্যাবসর্বার বাউন্স ইনফিনিটির এই মডেলেই রয়েছে।
এই মডেলে প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। মাত্র ৪৯৯ টাকা দিয়েই বুকিং করতে পারবেন বাউন্স ইনফিনিটির এই বৈদ্যুতিন স্কুটার। ইকো, পাওয়ার ও টার্বো এই তিনটি মোডে চালানো যাবে বাউন্স ইনফিনিটির এই মডেল।
আরও পড়ুন: Toyota Car: ১৩ লাখেই পাবেন টয়োটার এই নতুন ভার্সন ! পাওয়ারট্রেন, মাইলেজ কত উন্নত ?
Car loan Information:
Calculate Car Loan EMI