Car Discount: এই পুজোর মরশুমে আপনি যদি একটি নতুন বৈদ্যুতিন গাড়ি কিনতে চান, তাহলে আপনার জন্য এটাই উপযুক্ত সময়। বিভিন্ন গাড়ি নির্মাতা সংস্থা এই সময়ে তাদের নানা মডেলের গাড়ির উপর বিপুল ছাড় দিচ্ছে। সবই বৈদ্যুতিন গাড়ি (Car Discount)। এই ছাড়ের সুযোগে গাড়ি (Electric Cars) কিনলে লক্ষ লক্ষ টাকা বেঁচে যেতে পারে আপনার। এমনকী অনেক সস্তায় আপনি একটা আস্ত এসইউভি গাড়িও কিনে ফেলতে পারেন। দেখে নেওয়া যাক কোন গাড়িতে কেমন ছাড় পাওয়া যাচ্ছে।


Tata Punch EV


টাটা মোটরস সংস্থা বেস্টসেলার বৈদ্যুতিন এসইউভি গাড়ি টাটা পাঞ্চ মডেলে আপনি সর্বোচ্চ ১.২ লাখ টাকার ছাড় পেয়ে যাবেন। এই গাড়ির এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৯.৯৯ লক্ষ টাকা থেকে এবং এর সর্বোচ্চ দাম ১৪.২৯ লক্ষ টাকা থেকে। এই গাড়ি কেনা এই দামে একটা বড় সুযোগ বলা চলে।


Tata Nexon EV


টাটা নেক্সন ইভিতেও রয়েছে বিপুল ছাড়ের সুযোগ। এই গাড়িতে আবার গ্রাহকরা পেয়ে যাবেন সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড়। এই গাড়ির এক্স শোরুম দাম শুরু হচ্ছে ১২.৪৯ লক্ষ টাকা থেকে। আর এই ছাড়ের পরে এই দাম আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।


MG ZS EV


এমজি মোটরসের এই বিশেষ মডেলটির উপর আপনি চাইলে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন, এমজি সংস্থার এই জেডএস ইভি সবথেকে জনপ্রিয় এসইউভিগুলির মধ্যে একটি। ক্যাশ ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে এই গাড়িতে বিরাট ছাড়ের সুযোগ রয়েছে। এই গাড়ির এক্স শোরুম দাম শুরু হচ্ছে ১৮.৯৮ লক্ষ টাকা থেকে আর ছাড়ের পর এর দাম সাধ্যের মধ্যেই চলে আসবে গ্রাহকদের।


Kia EV6


কিয়ার প্রিমিয়াম বৈদ্যুতিন এসইউভি ইভি৬ মডেল যদি আপনি কেনার কথা ভেবে থাকেন তাহলে এই গাড়িতেই আপনি সবথেকে বেশি ছাড় পাবেন। কিয়া দিচ্ছে ১৫ লাখ টাকা ছাড়। এই গাড়ির এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৬০.৯৭ লক্ষ টাকা থেকে আর ছাড়ের পর এর দাম দাঁড়াবে ৪৬ লক্ষ টাকার কাছাকাছি।


BMW iX 1


বিলাসবহুল প্রিমিয়াম লেভেলের গাড়িতে ছাড় শুধু কিয়াতেই নয়, পাওয়া যাচ্ছে বিএমডব্লিউর এই মডেলেও। বিএমডব্লিউর আইএক্স ওয়ান মডেলের দামে আপনি এই মরশুমে ৭ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৬৬.৯০ লক্ষ টাকা থেকে। এই প্রিমিয়াম গাড়িতে এমন ছাড় পাওয়ার সুযোগ পাবেন শুধু এই মরশুমেই।



আরও পড়ুন: Tirupati Laddu Issue: তিরুপতির লাড্ডুতে পশুর চর্বির সঙ্গে মেশানো আমূলের ঘি ! বিতর্কের কড়া জবাব সংস্থার


Car loan Information:

Calculate Car Loan EMI