Electric Scooter: ২০ হাজার টাকার ছাড় ! এই মাসে কিনলে সস্তায় পাবেন এই বৈদ্যুতিন স্কুটার
Ola Electric Scooter: ওলা এস ওয়ান বৈদ্যুতিন স্কুটারেও বাম্পার ছাড় দেওয়া হচ্ছে। এই স্কুটার কিনলে এখন আপনি ১২,৫০০ টাকা সাশ্রয় করতে পারবেন। ওলার বৈদ্যুতিন স্কুটারের তালিকায় এই মডেলের দাম সবথেকে কম।
Ola Electric: ওলা ইলেকট্রিক সংস্থা এই মাসে অর্থাৎ জুলাই মাসে তাঁর বৈদ্যুতিন স্কুটারগুলিতে বিপুল ছাড়ের আয়োজন করেছে। শুধুমাত্র এই মাসের জন্যেই মিলবে এই ছাড় (Ola Electric Discount)। এই অফারের জন্য ওলার (Ola E-Scooter) বৈদ্যুতিন স্কুটারে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। ওলার (Ola Electric) এস ওয়ান প্রো, এস ওয়ান এয়ার, এস ওয়ান এই তিনটি মডেলে মিলছে এই ছাড়ের সুযোগ।
Ola S1 Pro এবং Ola S1 Air
ওলার এস ওয়ান প্রো এবং এস ওয়ান এয়ার এই দুটি মডেলের বৈদ্যুতিন স্কুটারেই ১৫ হাজার টাকার ছাড় পাওয়া যাচ্ছে। ওলা ইলেকট্রিক সংস্থা জানিয়েছে যে, আগামী ১৭ জুলাই পর্যন্ত এই স্কুটারগুলিতে ইলেকট্রিক মোবিলিটি প্রোমোশন স্কিমের অধীনে মিলবে বিপুল ছাড়ের সুযোগ। ওলা লাইন আপের সবথেকে দামি ইলেকট্রিক স্কুটার হল ওলা এস ওয়ান প্রো। এই বৈদ্যুতিন স্কুটারের এক্স শোরুম দাম ধার্য করা হয়েছে ১.২৯ লাখ টাকা যেখানে ওলা এস ওয়ান এয়ার মডেলের এক্স শো-রুম দাম শুরু হয় ১.০১ লাখ টাকা থেকে। গত মাসে অর্থাৎ ২০২৪ সালের জুনেও এই দুটি স্কুটারের দামে ছাড় পেয়েছেন গ্রাহকরা।
Ola S1 X-এও ছাড় মিলছে
ওলা এস ওয়ান বৈদ্যুতিন স্কুটারেও বাম্পার ছাড় দেওয়া হচ্ছে। এই স্কুটার কিনলে এখন আপনি ১২,৫০০ টাকা সাশ্রয় করতে পারবেন। ওলার বৈদ্যুতিন স্কুটারের তালিকায় এই মডেলের দাম সবথেকে কম। এই স্কুটারের এক্স শো-রুম দাম ৭৫ হাজার টাকা থেকে শুরু হয়। এই স্কুটার দুটি ব্যাটারি প্যাকের বিকল্পের সঙ্গে বাজারে আসে। একবার চার্জ দিলে এই স্কুটারে পাওয়া যাবে ১৯০ কিলোমিটারের রেঞ্জ।
Ola S1-এ ছাড়ের সুযোগ
ওলা এস ওয়ান স্কুটারে সর্বোচ্চ ২০ হাজার টাকার ছাড় পাওয়া যাচ্ছে। গত মাসেও এই স্কুটারে ছাড় দেওয়া হয়েছিল। তবে এই মাসে বৈদ্যুতিন স্কুটারে ৫০০০ টাকা বেশি ছাড় দেওয়া হচ্ছে। এই স্কুটারের মডেলে থাকে একটি ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। একবার চার্জ দিলে এই বৈদ্যুতিন স্কুটারে যাওয়া যাবে ১৫১ কিমি দূরত্ব। এই স্কুটারের এক্স শো-রুম দাম ধার্য করা হয়েছে ৮৫ হাজার টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Tata Curvv: আগামী মাসেই বাজারে আসবে টাটার এই নতুন ইভি, ফিচার্সেই চমকে দেবে গাড়িপ্রেমীদের