Tata Curvv: আগামী মাসেই বাজারে আসবে টাটার এই নতুন ইভি, ফিচার্সেই চমকে দেবে গাড়িপ্রেমীদের
Tata Curvv Electric Vehicle Launch: জানা গিয়েছে গাড়িপ্রেমীরা এবার ICE ও ডিজেল এই দুটি ভার্সনেই একত্রে টাটা কার্ভকে দেখতে পাবে। ICE ভার্সনটি এখন শুধু ডিজেল ভার্সন হবে এবং এতে ১.৫ লিটারের ইঞ্জিন থাকবে।
সোমনাথ চট্টোপাধ্যায়: বহুদিন ধরেই শোনা যাচ্ছিল যে ভারতের বাজারে এবার লঞ্চ করবে টাটা কার্ভের ইভি ভার্সন। টাটা কার্ভের সাধারণ পেট্রোল ভ্যারিয়ান্ট মডেল আগে থেকেই বাজারে ছিল। টাটা মোটরসের অন্যতম জনপ্রিয় গাড়িগুলির মধ্যে এটি একটি। এবারে জানা গেল যে আগামী ৭ অগস্ট ভারতের বাজারে প্রোডাকশন ফর্মে আসবে টাটা কার্ভের এই ইভি (Tata Curvv EV) সংস্করণটি। তবে এবারে ডিজেল এবং ইভি এই দুই ভার্সন বাজারে প্রদর্শনী হওয়ার পরেই সম্ভবত এর দাম জানা যাবে। এর আগে ভারত মোবিলিটি এক্সপোতে একটি প্রোডাকশন রেডি অবতারে প্রদর্শিত হয়েছিল টাটা কার্ভের (Tata Cars) এই মডেল, যদিও তা ছিল ডিজেল ভ্যারিয়ান্টে। এবারে ইভি এবং ডিজেল দুটি ভ্যারিয়ান্টেই দেখা যাবে এই গাড়িটিকে।
জানা গিয়েছে গাড়িপ্রেমীরা এবারে ICE এবং ডিজেল এই দুটি ভার্সনেই একত্রে এই গাড়িটিকে দেখতে পাবে। ICE ভার্সনটি এখন কেবল ডিজেল ভার্সন হবে এবং এতে ১.৫ লিটারের ইঞ্জিন থাকবে। অন্যদিকে পেট্রোল ভার্সনে থাকবে ১.২ লিটারের টার্বো পেট্রোল ভার্সন। শুরুর দিকে এই ইভি ভার্সনে ডিজেল ইঞ্জিনও থাকবে বলে জানা গিয়েছে। তবে টাটার নেক্সন ইভির থেকে এর ব্যাটারি প্যাক আকারে বড় হবে এমনটাই জানিয়েছে সংস্থা। Acti.ev আর্কিটেকচারের উপর তৈরি হয়েছে এই গাড়িটি। এর মানে এই গাড়িতে থাকবে একটি ফ্রাঙ্ক এবং একটি ফ্ল্যাট ফ্লোর।
টাটা কার্ভের ইভি ভার্সনের গাড়ির দৈর্ঘ্য হবে ৪৩০৮ মিমি, ফলে দৈর্ঘ্যের দিক থেকে টাটা নেক্সন ইভিকেও ছাড়িয়ে যাবে এই গাড়িটি। তবে আকারে হ্যারিয়ারের থেকে অল্প ছোটো এই টাটা কার্ভ ইভি। ভারতের বাজারে এটিই হতে চলেছে প্রথম কম্প্যাক্ট এসইউভি কুপ। এতে বুট স্পেস থাকবে ৪২২ লিটার।
এর ফিচার্সের মধ্যে থাকতে চলেছে একটা বড় টাচস্ক্রিন, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ভেন্টিলেটেড সিট, পাওয়ারড ড্রাইভার সিট, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, প্যানোরমিক সানরুফ, লেভেল ২ এডিএএস সিস্টেম ইত্যাদি। ICE ভার্সনের থেকে এর ইভি ভার্সনে স্টাইলিং অনেকটাই আলাদা হবে। দামের দিক থেকেও নেক্সনের থেকে এর দাম খানিক বেশি হবে এবং হ্যারিয়ারের থেকে কম হবে। হুন্ডাই এবং মারুতি সুজুকির গ্র্যান্ড ভিতারাকে জোর টক্কর দিতে চলেছে এই গাড়িটি।
আরও পড়ুন: BYD Atto 3: চিনের সংস্থার গাড়ি চমকে দিল লুকে, কত দামে এল বাজারে ?