Joy Nemo Electric Scooter: দেশে ক্রমেই বৈদ্যুতিন গাড়ির (Electrc Scooter) চাহিদা বাড়ছে। ভারতের বাজারে একের পর এক ইভি আসছে। টু হুইলার হোক বা ফোর হুইলার, নিত্যনতুন গাড়ির মডেল আসছে দেশে। ওয়ার্ডউইজার্ড ইনোভেশনস অ্যান্ড মোবিলিটি লিমিটেড সংস্থা বাজারে তাদের একটি নতুন স্কুটারের মডেল নিয়ে এসেছে, এই স্কুটার (Joy Nemo E-Scooter) চালাতে এক কিমির জন্য আপনার খরচ হবে মাত্র ১৭ পয়সা।


ভারতের বাজারে এসেছে জয় নিমো বৈদ্যুতিন স্কুটার। এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম দাম রয়েছে ৯৯,৯৯৯ টাকা। তবে মাত্র ৯৯৯ টাকা দিলেই আপনি এই স্কুটার বুক করতে পারবেন।


কী কী ফিচার্স আছে ?


তিনটি রাইডিং মোড সহ এই স্কুটার নিয়ে আসা হয়েছে ভারতের বাজারে। এই স্কুটারের নাম রাখা হয়েছে জয় নিমো। এতে আপনি পাবেন ইকো, স্পোর্টস এবং হাইপার মোড। মূলত শহরের রাস্তায় চালানোর জন্য এই স্কুটার ডিজাইন করা হয়েছে। জয় নিমোর এই মডেলটি একবার ফুলচার্জে সোজা ১৩০ কিমি রাস্তা যেতে পারে। ফলে বোঝাই যায় যে এর রেঞ্জ অত্যন্ত ভাল।


জয় নিমোর এই ইভিতে ব্যবহৃত হয়েছে বিএলডিসি মোটর, যার ক্ষমতা ১৫০০ ওয়াট। এর সঙ্গে ৩ স্পিডের মোটর কন্ট্রোলারও যুক্ত করা হয়েছে। এই বৈদ্যুতিন স্কুটারটি প্রতি ঘণ্টায় ৬৫ কিমি সর্বোচ্চ গতি দিতে পারে। সিলভার এবং হোয়াইট এই দুই রঙের স্কিম নিয়ে বাজারে এসেছে এই স্কুটার।


জয় নিমো ই-স্কুটারের ফিচার্স


জয় নিমোর স্কুটারে সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক, পিছনে ডুয়াল শক অ্যাবজর্বার ইনস্টল করা হয়েছে। স্কুটারের দুই চাকাতেই লাগানো হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। এর পাশাপাশি এই ইভিতে কম্বি ব্রেকিং সিস্টেমও দেওয়া হয়েছে। এই স্কুটারে এলইডি সহ প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে, ইভিতে রয়েছে ৫ ইঞ্চির সম্পূর্ণ রঙিন টিএফটি ডিসপ্লে।


জয়ের এই ইভিতে রয়েছে একটি স্মার্ট ক্যান ব্যাটারি সিস্টেম, এর মাধ্যমে অ্যান্ড্রয়েড বা আইফোন কানেক্ট করা যাবে সহজেই। এই বৈদ্যুতিন স্কুটারে মোবাইল ডিভাইস চার্জ করার জন্য একটি ইউএসবি পোর্টও রয়েছে। ইভিতে রয়েছে রিভার্স অ্যাসিস্টের সুবিধে যা পার্কিং লটে গাড়ি পার্ক করা এবং বের করার কাজে সহায়তা করবে।


আরও পড়ুন: Honda Amaze: ১৯ কিমি মাইলেজ, ৬টা এয়ারব্যাগ আর দারুণ শক্তি ! নয়া হোন্ডা অ্যামেজে রয়েছে দুরন্ত সব ফিচার্স


Car loan Information:

Calculate Car Loan EMI