Hero Motocorp: ২০২৩ সালে হিরো মোটোকর্প তাদের এক্সট্রিম ব্র্যান্ড চালু করেছিল। বাজারে আসতেই স্পোর্টি লুকের এই ব্র্যান্ডের বাইক সাড়া ফেলেছিল বাইকপ্রেমীদের মনে। আর এই বছর হিরো মোটোকর্প (Hero Bikes) খুব শীঘ্রই বাজারে এক্সট্রিমের (Hero Xtreme New Model) নতুন অবতার আনতে চলেছে। লুকেও চমকে দেবে এই মডেল। আর বাজারে ইতিমধ্যেই রাজত্ব ছড়িয়েছে যে টিভিএস অ্যাপাচি, তাকেও টেক্কা দেবে এই হিরো এক্সট্রিমের নতুন মডেল। কত দাম হবে ? কবেই বা আসবে বাজারে ?
অনেক বদল আসবে বাইকে
সমাজমাধ্যমে হিরো মোটোকর্প তাঁর এই নতুন বাইকের টিজার প্রকাশ করেছে। এই বাইকটি প্রথমবারের মত কালো ও ব্রোঞ্জ রঙের মিশেলে বাজারে আসতে চলেছে। এর সঙ্গে এই বাইকে নতুন গ্রাফিক্সও দেখা যাবে। ২০২৩ সালে যে মডেল বাজারে এনেছিল হিরো তাতে ছিল সিঙ্গল চ্যানেল এবিএস সিস্টেম। এবারে এই নতুন মডেলে থাকবে ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম।
থাকবে নতুন সব ফিচার্স
হিরো মোটোকর্পের নতুন বাইক এক্সট্রিম ১৬০আর ৪ভি মডেলে অনেক নতুন নতুন ফিচার্স পাওয়া যাবে। এবারে বাইকে থাকবে সিঙ্গল পিস স্যাডল। এছাড়া এই নতুন বাইকে দেওয়া হবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, থাকবে একটি ড্র্যাগ রেস টাইমার। সেফটি ফিচার্সের মধ্যে হিরো এক্সট্রিমে প্যানিক ব্রেক অ্যাওয়ারনেসের ফিচার্স দেওয়া হয়েছে। এই ফিচার্স চালু হওয়ার পর বাইকে ইন্সটল করা ব্রেক ল্যাম্প, টার্ন ইন্ডিকেটর, দ্রুত ফ্ল্যাশ করতে শুরু করবে। এর মাধ্যমে রাস্তায় অন্যান্য বাইক চালকরাও বুঝতে পারবে যে কিছু সমস্যা হয়েছে আপনার বাইকে।
ইঞ্জিনে কোনও বদল নেই
হিরো মোটোকর্পের দেওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে, হিরো এক্সট্রিম ১৬০আর ৪ভি মডেলে অনেক ফিচার্স নতুন যুক্ত হলেও এর ইঞ্জিনে কোনও বদল আসবে না। এতে আগের পুরনো মডেলের মতই একই ইঞ্জিন দেওয়া হবে। এই বাইকে ১৬৩.২ সিসির সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৬.৬ বিএইচপি শক্তিসহ ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন হবে।
এছাড়াও অন্যান্য ফিচার্সের মধ্যে এতে একটি ৫ স্পিডের গিয়ারবক্স যুক্ত থাকবে। এই নতুন বাইক মডেলে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল, ডিস্ক ব্রেক সহ বাজারে লঞ্চ করা হবে। তবে হিরো মোটোকর্প এখনও এই মডেলের দাম কত হবে তা জানায়নি। তবে আশা করা হচ্ছে ২০২৩ সালের এক্সট্রিম মডেলের থেকে এই নতুন মডেলের দাম খানিক বেশিই হবে।
আরও পড়ুন: Driving License: ড্রাইভিং লাইসেন্স করাবেন ? এই ৫ বিষয় না মানলে সমস্যা হতে পারে
Car loan Information:
Calculate Car Loan EMI