Hero Mavrick: হার্লে ডেভিডসনের বাইক তো অনেকেই দেখেছেন। বাইকপ্রেমীদের কাছে এই গাড়ি স্বপ্নের মত। এবার সেই গাড়ির মডেলেরই অনুরূপ এসে গিয়েছে বাজারে। হিরো লঞ্চ করেছে তাদের নতুন মডেল 'মাভেরিক ৪৪০' (Hero Mavrick 440) যা কিনা দেখতে হুবহু মাভেরিকের মত। হিরো বাজারে নিয়ে এল তাদের নতুন ফ্ল্যাগশিপ মডেল। আগেই জানা গিয়েছিল ২৩ জানুয়ারি বাজারে আসবে এই গাড়িটি। আর সেই মতই কথা রেখেছে হিরো সংস্থা।


Harley Davidson X440 মডেলের ভারতীয় ব্র্যান্ডিং যেন হিরো মাভেরিক ৪৪০। হার্লের বাইকের মতই এতে থাকছে ৪৪০ সিসির সিঙ্গল সিলিন্ডার ফুয়েল ইঞ্জেকটেড অয়েল-কুলড ইঞ্জিন। আশা করা হয়েছিল এতে থাকবে ৬ স্পিডের গিয়ারবক্স। সেই মতই বাজারে এসেছে এই মডেল। ভারতের বাজারে এই বাইকই প্রথম হিরোর প্রিমিয়াম মডেল যার এক্স-শোরুম দাম হতে পারে ২ লক্ষ টাকা। আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকেই এই গাড়ি বিক্রি শুরু হয়ে যাবে ভারতের বাজারে।


ডিজাইন


একটা বিরাট ফুয়েল ট্যাঙ্ক এবং একটা বিরাট সিঙ্গল সিট এই বাইকের অন্যতম আকর্ষণ। বাইকের হেডল্যাম্প, এইচ আকৃতির ডিআরএল, ছোট ছোট সার্কুলার ইন্ডিকেটর এর লুকটাই বদলে দিয়েছে। মূলত তিনটি ভ্যারিয়ান্টে, ৫টি রঙে পাওয়া যাবে এই বাইক। বেস ভ্যারিয়্যান্টে থাকবে Arctic White রঙ, মিডল ভ্যারিয়্যান্টে থাকবে Fearless Red এবং Celestial Blue রঙ। সবশেষে টপ ভ্যারিয়্যান্টে থাকছে Phantom Black এবং Enigma Black রঙ।



সাসপেনশন এবং ব্রেক


টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, ডুয়াল শকার, রিয়ার ডিস্ক ব্রেক, অ্যালয় হুইল, ১৩০ মিমি হুইল ট্রাভেল রেঞ্জ সহ বাজারে পাওয়া যাবে মাভেরিক ৪৪০।


ফিচার্স


ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, স্মার্টফোন ইনটিগ্রেশন, কল অ্যান্ড টেক্সট নোটিফিকেশন ইত্যাদি ফিচার্সে ঠাসা এই মোটর বাইক।


দাম


ভারতের বাজারে হিরো মাভেরিকের এক্স শোরুম দাম হতে পারে ন্যূনতম ২ লক্ষ টাকা।


গত বছর হিরোর আরও একটি মডেল বাজারে বেশ জনপ্রিয় হয়েছিল। হিরোর একটা বড়সড় কামব্যাক বলা চলে সেই মডেলটির হাত ধরে। ২০২৩ সালে বাজারে লঞ্চ হওয়া ২১০ সিসি সিঙ্গল সিলিন্ডারের নতুন কারিজমা মডেল নিঃসন্দেহ হিরোর প্রতি বাইকপ্রেমীদের আকর্ষণ ফেরাবে। ৯২৫০ আরপিএমে ২৫.৫ এইচপি ক্ষমতা রয়েছে এই বাইকের। তার সঙ্গে উপরি পাওনা হল অন বোর্ড পারফরম্যান্স। এই মডেল হিরো ব্র্যান্ডের পক্ষে একটা বড় উড়ান এনে দিতে পারে। আর এবার বুলেটকে টেক্কা দিতে হিরো আনল 'মাভেরিক ৪৪০'।


আরও পড়ুন: Tata Punch: ১১ লাখের মধ্যেই SUV ! পাঁচ-পাঁচটি এক্স ফ্যাক্টর আছে টাটা পাঞ্চ ইভিতে, জানেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI