কলকাতা: গাড়ির বাজারে এখন চাহিদা বাড়ছে বৈদ্যুতিন গাড়ির। ক্রেতারা পছন্দ করছেন ev, এই সেগমেন্টে একাধিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা ইতিমধ্যেই বহু গাড়ি বাজারে এনে ফেলেছে। এবার সেই সেগমেন্টে একটি নয়- একাধিক গাড়ি আনতে চলেছে মারুতি সুজুকি।
১টি-২টি নয়, ৬টি ev সামনে আনতে চলেছে মারুতি সুজুকি। ২০৩১ সাল পর্যন্ত ধাপে ধাপে বেরোবে এই গাড়িগুলি। তবে আপাতত মারুতির ev সেগমেন্টে সবচেয়ে বড় লঞ্চ হতে চলেছে eV. সম্ভবত ২০২৫ সালের জানুয়ারি মাসে ভারত মবিলিটি শো-এর মঞ্চে সামনে আসতে পারে eVX. এর আগে এই গাড়িটির শুধু কনসেপ্ট বা ধারনা সামনে এসেছিল। তবে ওই মবিলিটি শোয়ে প্রোডাকশন ভার্সন দেখতে পাওয়া যাবে, কী কী আছে ফিচার থাকবে সেটাও দেখতে পাওয়া যাবে।
শুধু ভারতেই নয়, eVX যাবে জাপান ও ইউরোপের বাজারেও। ৪ মিটারের চেয়ে বড় ev SUV এটি। মূলত tata curvv এবং MG ZS plus-এর প্রতিযোগী হবে এটি। কড়া টক্কর হবে Hyundai Creta EV-ও। মনে করা হচ্ছে ২০২৫ সালের শেষদিকে বাজারে আসতে পারে মারুতির eVX. এই গাড়িটিতে থাকতে পারে ২টি ব্যাটারি প্যাক অপশন। দাবি করা হচ্ছে এই গাড়ির রেঞ্জ হতে পারে ৫৫০ কিলোমিটার।
eVX-এ থাকতে পারে ৬০kWh ব্যাটারি প্যাক। গুজরাতের হনসলপুরে সুজুকির কারখানায় এই গাড়ি তৈরি হবে। এই eVX-এর মতোই টয়োটার একটি গাড়িও আসবে তবে তার স্টাইলিং কিছুটা আলাদা হবে। স্পেসিফিকেশনের বিচারে eVX মারুতির অন্যতম বড় ev হতে চলেছে। মোটামুটি ৪.৩ মিটার দীর্ঘ হতে পারে এই গাড়িটি।
২০৩১ সাল পর্যন্ত একাধিক বৈদ্যুতিন গাড়ি আনতে চলেছে মারুতি। সেই তালিকায় একেবারে প্রথম রয়েছে eVX. গাড়ির বাজারে দাপট ধরে রাখতে ev-এর পাশাপাশি হাইব্রিড গাড়িও আনতে চলেছে মারুতি।
ব্যক্তিগত চার চাকা গাড়ির বাজারে ভারতে একাধিপত্য রয়েছে মারুতির। গাড়ির বিক্রির সংখ্যায় বরাবরই বাকিদের টেক্কা দেয় এই সংস্থা। ভারতীয় ক্রেতাদের একটি বড় অংশ বিশেষ করে মধ্যবিত্তের একটি বড় অংশের বারবার ভরসা দেখিয়েছে এই সংস্থার উপর। এদিকে EV সেগমেন্ট ক্রমশ বড় হতে থাকলেও এতদিন তাতে নামেনি মারুতি। হুন্ডে, টাটা একের পর এক ইভি গাড়ি বাজারে আনলেও এতদিন সেই রাস্তায় হাঁটেনি মারুতি। এবার কি ব্যবসার লক্ষ্য পাল্টাল মারুতি?
আরও পড়ুন: অস্ত্র সাপের বিষ ভরা ইঞ্জেকশন? বিমার টাকা হাতাতে ভয়াবহ পদ্ধতিতে স্ত্রীকে 'খুন' স্বামীর
Car loan Information:
Calculate Car Loan EMI