Evoque Car: ইভি, এসইউভির পাশাপাশি ল্যান্ড রোভারের ক্ষেত্রেও বেশ কিছু নতুন মডেল এসেছে ভারতের বাজারে ২০২৪ সালে। এ যেন লাক্সারি এসিউভির (Luxury SUV) বন্যা। আর এবার ল্যান্ড রোভার নিয়ে এল তাদের নতুন মডেল নিউ ইভোক (New Evoque)। একেবারে কম্প্যাক্ট লাক্সারি এসইভি। কী কী ফিচার্স আছে এই গাড়িতে ?


স্টাইল


ভারতে ইতিমধ্যে যে সমস্ত ল্যান্ড রোভার গাড়ি বেরিয়েছে, তাদের মতই একেবারে নতুন স্টাইলে দেখা যাবে এই ইভোক মডেলটিকে। অন্যান্য গাড়ির মডেলের থেকে যদিও এর লুক অনেক বেশি স্পোর্টিয়ার এসইউভি গোত্রের। নতুন ভেলার মডেলের মত লুক খানিকটা এই গাড়িতেও রয়েছে।


ফিচার্স


নতুন ইভোক (New Evoque) মডেলে রয়েছে ফ্লোটিং রুফ, ফ্লাশ ডোর হ্যান্ডল, স্টাইলিং টুইক, নতুন স্লিম হেডল্যাম্প, তার সঙ্গে নতুন ডিআরএল এই গাড়ির নতুন সংযোজন বলা চলে। এর ফলে গাড়ির (Luxury SUV) লুক অনেকটাই বদলে গিয়েছে বলেই ধারণা।


অন্যান্য ল্যান্ড রোভার এসইউভির মত ফ্যামিলি গ্রিলের লুকও বদলে গিয়েছে এই গাড়িতে। ইন্টিরিয়রের দিক থেকে একেবারে নতুন গিয়ার শিফটার এবং ২৮.৯৫ সেমি মাপের কার্ভড গ্লাস-টাচস্ক্রিন গাড়ির বাড়তি সংযোজন। এর মধ্যেই বেশিরভাগ ফাংশান রয়েছে, সঙ্গে বেশিরভাগ বাটন উড়ে গেছে। বাটন কমেছে, টাচস্ক্রিনের ব্যবহার বেড়েছে।


চার্জিং


নতুন ইভোক মডেলে রয়েছে ওয়্যারলেস ডিভাইস চার্জিং এবং তার সঙ্গে প্যানোরমিক সানরুফ।


অন্যান্য সংযোজন


থ্রিডি সারাউন্ড ভিউ, ক্লিয়ারসাইট গ্রাউন্ড ভিউ এবং একইসঙ্গে ক্লিয়ারসাইট ইন্টিরিয়র রিয়ার ভিউ নতুন ইভোক মডেলের বাড়তি সংযোজন। গাড়ির এয়ার পিউরিফায়ারে রয়েছে অন-বোর্ড PM2.5 Filtration সিস্টেম এবং CO2 ম্যানেজমেন্ট।


এর স্টিয়ারিং হুইলে এসেছে নতুন ক্রোম ট্রিম, সেন্ট্রাল কনসোল ট্রিম এবং এয়ার ভেন্ট। বাজারে এখনও যদিও একটা শ্যাডো গ্রে রঙের অ্যাশ ভীনীর (Shadow Grey Ash Veneer) এসে গেছে।


রঙ


গাড়ির (Luxury SUV) এক্সটিরিয়রের রঙ দুরকম- Tribeca Blue এবং Corinthian Bronze। এছাড়া কনট্রাস্টের সানরুফের রঙের সঙ্গে মিলিয়ে আরও দুটি রঙের মডেল এসেছে বাজারে- Narvik Black এবং Corinthian Bronze। অন্য রকমের অ্যালয় হুইলও রয়েছে এই গাড়িতে।


মোটর


নতুন ইভোক (New Evoque) মডেলে পেট্রোল এবং ডিজেল উভয় সিস্টেমই রয়েছে ইঞ্জিনে। সঙ্গে উপরি পাওনা হিসেবে রয়েছে মাইল্ড হাইব্রিড সিস্টেম যেখানে 48 V লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে।


দাম


নতুন ইভোক ল্যান্ড রোভারের দাম শুরু হচ্ছে ৬৭.৯০ লাখ টাকা থেকে।


আরও পড়ুন: Range Rover Electric: ল্যান্ড রোভারও এবার নিয়ে আসছে বিলাসবহুল EV, কী চমক থাকছে ?


Car loan Information:

Calculate Car Loan EMI