Auto: দু-চাকার গাড়ির কোম্পানিতে চারপেয়ে কর্মী। ওলা ইলেকট্রিকে নতুন কর্মীর নাম 'বিজলি'(Ola Electric)। নিজেই কর্মীর আইডি প্রকাশ করেছেন কোম্পানির সিইও ভাবিশ অগরওয়াল (Bhavish Aggarwal)। সোশ্যাল মিডিয়ায় বিজলির  খবর সামনে আসতেই প্রশংসা করেছেন অনেকেই। সব মিলিয়ে বলা যেতে পারে,ওলার সংসারে এবার সারমেয়র অন্তর্ভুক্তি।


Ola Electric Employee Bijlee: কী ট্যুইট করেছেন ভাবিশ ?
সম্প্রতি ট্যুইটারে আনুষ্ঠানিকভাবে নতুন দলের সদস্যকে স্বাগত জানিয়েছেন কোম্পানির সিইও ভাবিশ। জনপ্রিয় ইলেকট্রিক টু হুইলার নির্মাতার প্রধান নিজেই একটি কুকুরের ছবি পোস্ট করেছেন। আই কার্ড বলছে, ওই চারপেয়ের নাম রাখা হয়েছে বিজলি। আসলে বিজলি শব্দের অর্থ বিদ্যুৎ। কোম্পানি ইলেকট্রিক স্কুটার তৈরি করে বলেই এই প্রতীকী নাম দিয়েছেন ভাবিশ। দেশের বাজারে আসার পর ক্রেতাদের একটা বড় অংশ ওলা ইলেকট্রিক টু হুইলার কিনছে। কম সময়ে একটা বড় নাম হয়ে গিয়েছে ওলা। 


Electric Bikes: কর্মচারী কোড 440
কর্মীর পরিচয়পত্রে কোড হিসাবে "440 V" লেখা হয়েছে, যা বিদ্যুৎ ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ভোল্টেজ বোঝাতে ব্যবহার করা হয়। এছাড়া তার আইডি কার্ডে ব্লাড গ্রুপ হিসেবে "PAW +ve" লেখা হয়েছে । এই কার্ডে ওলা ইলেকট্রিকের ব্যাঙ্গালোর অফিসের ঠিকানা লেখা হয়েছে। যার অর্থ বিজলি কোরামঙ্গলা শাখার কর্মী।


Bikes: বিজলির সঙ্গে দেখা করতে কী করবেন
আইডি কার্ডের তথ্য বলছে,মানব সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় "আস্তে হাঁটতে পছন্দ করেন" বিজলি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিজলির পোস্ট। অনেকেই সারমেয়র সঙ্গে দেখা করতে চেয়েছেন। ইমারজেন্সি যোগাযোগের নম্বর হিসাবে বিএ অফিসের কনট্য়ক্ট করতে বলা হয়েছে।  


Auto: প্রচুর ভালবাসা পাচ্ছে বিজলি 
সিইও ভাবিশ আগরওয়ালের টুইটার পোস্টে ইতিমধ্যেই ওলার প্রশংসা করেছেন বহু মানুষ। প্রাণীদের প্রতি ওলার ভালবাসাকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। পোস্ট করার পর থেকে 142,000 এর বেশি লাইক পড়েছে ৷ তবে এই প্রথম নয়,এর আগেও ওলার প্রধান তার কর্মক্ষেত্রে কুকুর দেখিয়েছেন। ছবিতে তিনটি কুকুরকে ওলা অফিসের ভিতরে সোফায় ঘুমোতে দেখা গেছে। 



দেশের ইলেকট্রিক স্কুটার বিক্রির পরিসংখ্যান বলছে, বর্তমানে দেশের সবথেকে বড় কোম্পানির নাম ওলা ইলেকট্রিক। কদিন আগেই নতুন নিওন মডেলের ইলেকট্রিক স্কুটার এনেছে কোম্পানি। 


আরও পড়ুন Income Tax Return: সময়সীমার মধ্যে ITR জমা দিতে পারেননি ? এখন রয়েছে এই উপায়


Car loan Information:

Calculate Car Loan EMI