Supreme Court Decision On Hyundai: সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছিল যেখানে কর্মীদের কোনো নোটিশ ছাড়াই কাজ থেকে বরখাস্ত করেছিল ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা। আর এই সংস্থার (Hyundai Motors) নাম হুন্ডাই অটোইভার প্রাইভেট লিমিটেড। এটি হুন্ডাই মোটরসের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বহুদিন ধরেই ব্যবসা করে আসছে ভারতের বুকে। এবার সুপ্রিম কোর্টের কোপে পড়ল এই সংস্থা। এই মামলা জেলা আদালত থেকে পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। আর সেখানেই রায় শুনানি হয় কর্মীদের পক্ষে। সংস্থাকে এভাবে কর্মী ছাঁটাই করার অপরাধে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।


সম্পূর্ণ ঘটনা কী ?


২০২১ সালের ২১ জানুয়ারি তারিখে হুন্ডাই তাদের এক কর্মীকে বিনা নোটিশেই বরখাস্ত করেছিল কাজ থেকে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, কর্মীর অনুপস্থিতি এবং কাজে অসহযোগিতার কারণেই মূলত তাঁকে ছাঁটাই করা হয়েছে। সংস্থার সঙ্গে যে চুক্তি হয়েছে সেই কর্মীর তা অনুযায়ী সংস্থার বাইরের কাউকে এই সংস্থার গোপনীয় কোনো তথ্য জানাবে না কর্মী। আর এই চুক্তি অনুযায়ী সংস্থা কোনোভাবেই বিনা নোটিশে কর্মীকে ছাঁটাই করতে পারবে না।


২০২১ সালে সেই বরখাস্ত হওয়া কর্মী ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্টের অধীনে মামলা দায়ের করেছিল সংস্থার বিরুদ্ধে। এরই মধ্যে হুন্ডাই অটোইভার এই কর্মীর সঙ্গে বোঝাপড়া করে নিতে চেয়েছিল, সেই কর্মীর মামলা বন্ধ করেছিল। আর সংস্থার সঙ্গে কর্মীর মধ্যস্থতা নিয়ন্ত্রণের উপর ক্ষমতা কমিয়ে দিয়েছে আদালত। এরপরে হুন্ডাই মাদ্রাজ উচ্চ আদালতে ১১(৬) ধারা অনুসারে আবেদন করে। উচ্চ আদালতের নির্দেশে দুই পক্ষকে একত্রে কথা বলতে বলেছে।


সিদ্ধান্ত জারি সুপ্রিম কোর্টের


মাদ্রাজ উচ্চ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন সেই কর্মী। সুপ্রিম কোর্ট জানিয়েছে এই মামলা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। এর সঙ্গে ১৯ নং ধারা লঙ্ঘন করার জন্য হুন্ডাই সংস্থাকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। ক্ষতিপূরণ বাবদ ১৪.০২ লক্ষ টাকা দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে মাদ্রাজ উচ্চ আদালতের সিদ্ধান্ত খারিজ করা হবে, কর্মীর পক্ষ নিয়েই রায় শুনানি করেছে এই সংস্থা। আর এর পক্ষে সুপ্রিম কোর্ট হুন্ডাইকে তিন মাসের মধ্যে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Working Hours: কোন দেশে সবথেকে বেশি সময় কাজ করতে হয় কর্মীদের ? সামনে এল তালিকা, ভারত কত নম্বরে জানেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI