Scooter News: সুজুকি ইন্ডিয়া একটি নতুন মাইলফলক অর্জন করেছে। সুজুকির অ্যাক্সেস ১২৫ স্কুটারটি গাড়ি নির্মাতাদের একটি বেস্টসেলারের (Suzuki Scooter) মধ্যে পড়ে। এখনও পর্যন্ত ৬ মিলিয়ন স্কুটার তৈরি করেছে সুজুকি এই মডেলের। বিগত ১৮ বছর ধরে ভারতের বাজারে রয়েছে এই স্কুটারটি। এই মডেলটি এই জাপানি টু-হুইলার সেগমেন্টের (Scooter News) সবথেকে বেশি বিক্রি হওয়া স্কুটারের মধ্যে পড়ে। ২০০৬ সালে এই স্কুটার ভারতের বাজারে এসেছিল। সেই সময় থেকে আজ পর্যন্ত মোট ৬০ লক্ষ ইউনিট উৎপাদন হয়েছে এই স্কুটারের।
সুজুকি অ্যাক্সেস ১২৫
সুজুকি অ্যাক্সেস একটি ১২৫ সিসির স্কুটার। এই স্কুটার অত্যন্ত মসৃণ, দারুণ কর্মক্ষমতা, ভাল মাইলেজ এবং কম দামের জন্য পরিচিত। বাজারে অনেক স্কুটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সুজুকি অ্যাক্সেস। এর প্রতিদ্বন্দ্বী স্কুটার রয়েছে হোন্ডা অ্যাক্টিভা ১২৫, অ্যাপ্রিলা এস এক্স আর ১২৫, ভেসপা ভিএক্স এল রয়েছে।
সুজুকি অ্যাক্সেসের শক্তি
এই স্কুটারে রয়েছে একটি এয়ার কুলড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। এতে ৬৭৫০ আরপিএমে ৮.৫৮ বিএইচপি শক্তি উৎপন্ন হয়, ৫৫০০ আরপিএমে ১০ এনএম টর্জ উৎপন্ন হয়। এই স্কুটারটি সুজুকি ইকো পারফরম্যান্স প্রযুক্তির সঙ্গে বাজারে আসে। এই সুজুকি স্কুটারের সামনের দিকে ডিস্ক ব্রেক, পিছনের দিকে ড্রাম ব্রেক রয়েছে। একটি কম্বি ব্রেকিং সিস্টেম রয়েছে।
কী কী ফিচার্স পাবেন
সুজুকি অ্যাক্সেস ১২৫-এর একটি আপডেটেড মডেল হল রাইড কানেক্ট এডিশন যাতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল রয়েছে ব্লুটুথের সঙ্গে যুক্ত। এর সঙ্গে টার্ন বাই টার্ন নেভিগেশন, ইনকামিং কল, এসএমএস ও হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনের ফিচার্সও রয়েছে। এই স্কুটারের কনসোলে মিসড কল এবং আনরিড মেসেজের নোটিফিকেশনও পাওয়া যায়। এই সুজুকি স্কুটারগুলিতে ২২.৩ লিটারের আন্ডার সিট স্টোরেজ স্পেস রয়েছে। এই স্কুটারের সিট লম্বা, এটি সহজেই শুরু করা যেতে পারে।
অন্য আরেকটি সেরা স্কুটার
ভারতের বাজারে এসেছে জয় নিমো বৈদ্যুতিন স্কুটার। এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম দাম রয়েছে ৯৯,৯৯৯ টাকা। তবে মাত্র ৯৯৯ টাকা দিলেই আপনি এই স্কুটার বুক করতে পারবেন। তিনটি রাইডিং মোড সহ এই স্কুটার নিয়ে আসা হয়েছে ভারতের বাজারে। এই স্কুটারের নাম রাখা হয়েছে জয় নিমো। এতে আপনি পাবেন ইকো, স্পোর্টস এবং হাইপার মোড। মূলত শহরের রাস্তায় চালানোর জন্য এই স্কুটার ডিজাইন করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Upcoming Cars: জানুয়ারিতে আসছে টাটা, মারুতি মহিন্দ্রার এই তিন ধামাকা গাড়ি, কত টাকা দাম হবে ?
Car loan Information:
Calculate Car Loan EMI