Salary Hike: সরকারি কর্মচারীরা পাবেন উপহার! সরকার নিতে পারে এই সিদ্ধান্ত
Government Employees: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসতে পারে সুখবর। ফের মহার্ঘ ভাতা (DA) বাড়াতে পারে মোদি সরকার।
Government Employees: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসতে পারে সুখবর। ফের মহার্ঘ ভাতা (DA) বাড়াতে পারে মোদি সরকার। সূত্রের খবর, এআইসিপিআই (AICPI Index) সূচক টানা দু-মাস পতনের পর মার্চ মাসে ফের একবার লাফ দিয়েছে। এই কারণেই ডিএ বাড়ানোর কথা উঠেছে সরকারি মহলে। শোনা যাচ্ছে, এবার মহার্ঘ ভাতা বাড়তে পারে ৩ শতাংশ।
Dearness Allowance: কবে বাড়তে পারে মহার্ঘ ভাতা ?
সূত্রের খবর- এপ্রিল, মে ও জুন মাসের সব পরিসংখ্যান প্রকাশের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। সেই ক্ষেত্রে জুলাই মাসে আরও বাড়তে পারে ডিএ। সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মচারীদের দু'বার মহার্ঘ ভাতা দেওয়া হয়। জানুয়ারি ও জুলাই মাসে দেওয়া হয় এই টাকা।
Salary Hike: কত শতাংশ হারে ভাতা ?
সম্প্রতি সরকার ডিএ ৩ শতাংশ বাড়িয়েছে। মনে করা হচ্ছে, জুলাই মাসে মহার্ঘ ভাতা দেওয়া হলে এই ভাতা ৩ শতাংশ বাড়তে পারে। মূলত,অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সে মুদ্রাস্ফীতির ফলেই জুলাইতে এই ডিএ বাড়াতে পারে সরকার। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কিছুটা পতন হয়েছে এই ইনডেক্সে। জানুয়ারিতে ডেটা 125.1-এ নেমে এসেছে, যা ফেব্রুয়ারিতে 125-এ নেমেছে। এখন মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে 126। মুদ্রাস্ফীতির এই বৃদ্ধির কারণেই মনে করা হচ্ছে আগামী মাসগুলিতে ডিএ বাড়তে পারে।
Dearness Allowance: কতজন উপকৃত হবেন ?
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ 34 শতাংশ। নতুন করে আরও ৩ শতাংশ বাড়লে তা ৩৭ শতাংশ হতে পারে। এই সিদ্ধান্তের ফলে 50 লক্ষেরও বেশি সরকারি কর্মচারী ও 65 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।
Salary Hike: কীভাবে এই ডিএ বৃদ্ধি
2021 সালের জুলাইয়ে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা 17 থেকে 28 শতাংশে বাড়িয়েছে। করোনা মহামারীর কারণে প্রায় দেড় বছর ডিএ বাড়ায়নি কেন্দ্র। পরবর্তীকালে 2021 সালের অক্টোবরে 3 শতাংশ আরও ডিও বাড়ায় সরকার। সেই সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে 31 শতাংশে পৌঁছেয়। এখন যা ৩ শতাংশ বেড়ে ৩৪ শতাংশে দাঁড়িয়েছে।
Dearness Allowance: কীভাবে হয় ডিএ নির্ধারণ ?
মৃল্যবৃদ্ধির প্রভাব থেকে সরকারি কর্মচারীদের মুক্তি দিতে এই মহার্ঘ ভাতা দেওয়া হয়। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবেলায় সরকার কর্মচারীদের বেতনে সময়ে সময়ে ডিএ-র সংশোধন করেন। শহুরে এলাকায় বসবাসকারী বা শহরতলিতে থাকা সরকারি কর্মীদের জীবনযাত্রার ওপরও এই ডিএ নির্ভর করে।