Aadhar Pan Card Link: আধার-প্যান লিঙ্ক করার শেষ তারিখ কবে? এখনও পর্যন্ত কত কার্ডে সংযুক্তিকরণ হয়েছে?
Aadhar-Pan: সময় থাকতেই এই দুই কার্ড একে অন্যের সঙ্গে সংযুক্ত করে নিন।
Aadhar Pan Card Link: আপনি আধার (Aadhar Card) এবং প্যান কার্ড (Pan Card) সংযুক্ত করেছেন তো? নাহলে জেনে নিন শেষ তারিখ। ৩১ মার্চ ২০২৩ সালের মধ্যে আধার কার্ড এবং প্যান সংযুক্তিকরণ করে নেওয়া প্রয়োজন। নাহলে সমস্যায় পড়তে পারেন। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স অর্থাৎ CBDT - র চেয়ারপার্সন নিতিন গুপ্ত জানিয়েছেন, ৬১ কোটি প্যান কার্ড এখনও পর্যন্ত ইস্যু করা হয়েছে। তার মধ্যে ৪৮ কোটি প্যান কার্ডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বাকি প্যান কার্ডের ক্ষেত্রে এখনও আধার কার্ড সংযুক্ত করা হয়নি। এইসব প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড চলতি বছর ৩১ মার্চের মধ্যে যুক্ত করা না হলে সেই কার্ডগুলি নিষ্ক্রিয় করা হবে। এখন অর্থাৎ ৩১ মার্চের মধ্যে যাঁরা আধার এবং প্যান কার্ড সংযুক্ত করতে চাইছেন তাঁদের ১০০০ টাকা দিতে হবে। অতএব সময় থাকতেই এই দুই কার্ড একে অন্যের সঙ্গে সংযুক্ত করে নিন।
আধার কার্ড আপডেট
নথি না থাকলেও আপডেট করতে পারবেন আধার কার্ড। আধার ব্যবহারকারীদের জন্য এবার নতুন সুবিধা নিয়ে এল UIDAI। এর জন্য শুধুমাত্র আপনার 'পরিবারের প্রধান'-এর অনুমোদন লাগবে। আধার আপডেট করতে গিয়ে অনেক সময় সাধারণ কারণে সমস্যায় পড়তে হয় ব্যবহারকারীদের। অনেকেই আছেন, যাদের কাছে আধার ছাড়া অন্য কোনও বৈধ নথি নেই। সেই ক্ষেত্রে আধারের তথ্য আপডেট করতে সমস্যা হয়। আধার ব্যবহারকারীদের এই সমস্যা থেকে মুক্তি দিতে UIDAI একটি 'পরিবারের প্রধান' ভিত্তিক আধার আপডেট প্রক্রিয়া নিয়ে এসেছে। এই বিকল্পের মাধ্যমে আপনি আপনার পরিবারের প্রধানের নথির সাহায্যে আপনার আধারের তথ্য আপডেট করতে পারবেন।
'পরিবারের প্রধান'-এর জন্য কী কী নথির প্রয়োজন হবে
UIDAI জানিয়েছে, আপনি যদি 'Head of family' নথির মাধ্যমে আপনার আধার কার্ড আপডেট করতে চান, তাহলে আপনাকে সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক প্রমাণ করতে হবে। এর জন্য আপনার রেশন কার্ড, মার্কশিট, বিবাহের শংসাপত্র, পাসপোর্টের মতো নথির প্রয়োজন হবে। যদি আপনার কাছে এমন কোনও নথি না থাকে, তাহলে আপনি সেলফ ডিক্ল্যারেশন (স্ব-ঘোষণা)র মাধ্যমে UIDAI পাস জমা দিয়ে 'পরিবারের প্রধান' ভিত্তিক আধার আপডেট করতে পারেন। যাদের নিজস্ব নথি নেই তাদের জন্য 'পরিবারের প্রধান' ভিত্তিক আধার আপডেট প্রক্রিয়া খুবই সহায়ক। সেই ক্ষেত্রে সন্তান, স্ত্রী/স্বামী,বাবা-মায়েরা এর সুবিধা পেতে পারেন। অনেক সময় নাবালকদের কাছে আধার ছাড়া অন্য কোনও নথি থাকে না। সে তার পিতামাতার নথি ব্যবহার করে আধার আপডেট করতে পারেন।
আরও পড়ুন- এলআইসি পলিসিতে নমিনি বদলাতে চান ? ঘরেই এই কয়েক ধাপে হবে কাজ