Senior Citizen Special FD: প্রবীণ নাগরিকদের জন্য এফডি-তে বিশেষ সুদ, এই ব্যাঙ্ক বাড়াল মেয়াদ

Senior Citizen Special FD Scheme: প্রবীণ নাগরিকদের (Senior Citizen) সুখবর। স্থায়ী আমানতে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুদের হারের সময় বাড়াল এই Bank।

Continues below advertisement

Senior Citizen Special FD Scheme: প্রবীণ নাগরিকদের (Senior Citizen) সুখবর। স্থায়ী আমানতে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুদের হারের সময় বাড়াল ICICI Bank। এবার থেকে সিনিয়র সিটিজেন ডিপোজিট স্কিমের সময়সীমা 8 এপ্রিল থেকে 7 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে এই বিশেষ এফডি স্কিমে তালিকাভুক্ত হওয়ার শেষ তারিখ ছিল 8 
এপ্রিল।

Continues below advertisement

ICICI FD Interest: কী সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক ?
2020 সাল থেকে ব্যাঙ্ক এই বিশেষ আমানত প্রকল্প চালু করেছে।এটি লক্ষণীয় বিষয় যে , 2020 সালে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে বেশিরভাগ ব্যাঙ্ক তাদের এফডি স্কিমের সুদের হার কমিয়ে দিয়েছে। এর পরে, 2020 সালের মে মাসে, ICICI ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য ICICI ব্যাঙ্ক গোল্ডেন ইয়ারস FD স্কিম শুরু করে। এই স্কিমের অধীনে প্রবীণ নাগরিকদের 5.60 শতাংশ সুদের হার দেওয়া হয়।

ICICI Bank Update: কত বেশি সুদ ?
এই স্কিমে প্রবীণ নাগরিকরা 5.60 শতাংশ সুদের হার পান। যার অর্থ, প্রবীণ নাগরিকরা ব্যাঙ্কে পান 0.50 শতাংশ সুদ। এ ছাড়াও এই প্রকল্পের আওতায় আলাদাভাবে 0.25 শতাংশ সুদ দেওয়া হয় প্রবীণ নাগরিকদের। অর্থাৎ, ICICI ব্যাঙ্কের গোল্ডেন ইয়ারস এফডি স্কিমের অধীনে, প্রবীণ নাগরিকরা 6.35 শতাংশ সুদ পান। নতুন আমানতের সাথে পুরোনো আমানত রিনিউয়ালের ক্ষেত্রেও এই অতিরিক্ত হারের সুবিধা পাওয়া যাবে।

Senior Citizen Special FD Scheme: বিশেষ FD স্কিমে এই সুবিধা পাওয়া যায়

প্রবীণ নাগরিকরা ICICI ব্যাঙ্কের সাধারণ নাগরিকদের তুলনায় 0.50 শতাংশ বেশি সুদ পান। একই সময়ে এই প্রকল্পের অধীনে প্রবীণ নাগরিকরা অতিরিক্ত 0.25 শতাংশ বেশি সুদ লাভ করেন। এই পরিস্থিতিতে, প্রবীণ নাগরিকরা 5 বছর 1 দিন থেকে 10 বছর মেয়াদে 5.60 শতাংশ সুদ পান।

ICICI Bank Update: আপনি অক্টোবরের এই তারিখ পর্যন্ত এই স্কিমের সুবিধা নিতে পারবেন

যদি 60 বছরের বেশি বয়সী কোনও ব্যক্তি 5 বছর থেকে 10 বছরের মধ্যে FD-র বিশেষ সুবিধা নিতে চাইলে 7 অক্টোবরের মধ্যে আবেদন করতে পারেন। বিশেষ প্রবীণ নাগরিকের স্কিমে FD করলেই পাওয়া যাবে বেশি সুদ।

আরও পড়ুন : LIC Policy Update: ২৮ টাকা দিয়ে পান ২ লাখের সুবিধা, LIC আনল এই পলিসি

Continues below advertisement
Sponsored Links by Taboola