(Source: ECI/ABP News/ABP Majha)
Indian Railway Update: চৈত্র নবরাত্রিতে ট্রেনে থাকবেন ? যাত্রী সুবিধার্থে এই বিশেষ পরিষেবা দেবে রেল
IRCTC Update: এখন থেকে ট্রেনে বসেই যাত্রীরা তাদের পছন্দের বিশেষ খাবার অর্ডার করতে পারবেন। IRCTC ২ এপ্রিল থেকে এই বিশেষ সুবিধা শুরু করবে।
IRCTC Update: মাঝে আর মাত্র কয়েকটা দিন। শুরু হতে চলেছে চৈত্র নবরাত্রি (Chaitra Navratri 2022)। এই বিশেষ সময়ে টানা ৯ দিন দেবী দুর্গার আরাধনা করবেন ভক্তরা। এই দিনগুলিতে উপবাসের সঙ্গে মানবেন নানা নিয়ম। যাত্রীদের এই নির্দিষ্ট সময়ের কথা মাথায় রেখেই বিশেষ ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় রেল(Indian Railway)। আইআরসিটিসি-র (IRCTC) উদ্যোগে উপোসের দিনগুলিতে ভক্তদের জন্য থাকবে বিশেষ থালি।
Indian Railway Update: কী সুবিধা দিচ্ছে রেল ?
এখন থেকে ট্রেনে বসেই যাত্রীরা তাদের পছন্দের বিশেষ খাবার অর্ডার করতে পারবেন। IRCTC ২ এপ্রিল থেকে এই বিশেষ সুবিধা শুরু করবে। এই খাবারে পেঁয়াজ ও রসুন থাকবে না। সম্পূর্ণ সাত্ত্বিক পদ্ধতিতে তৈরি হবে এই খাবার। এই থালিতে সাধারণ লবণের পরিবর্তে রক সল্ট ব্যবহার করা হবে। এই খাবার অর্ডার করতে যাত্রীদের ই-ক্যাটারিং বা 1323 নম্বরে ফোন করে খাবার বুক করতে হবে।
IRCTC Update: খাবারে পাওয়া যাবে এই জিনিসগুলো
লস্যি,তাজা রস, বিশেষ পাকোড়া, সবজি ও লুচি, ফল, চা, দুধের খাবার- রাবড়ি, লস্যি ইত্যাদি। এছাড়াও পাবেন শুকনো ফলের পুডিং।
Indian Railway Update: রোজের প্লেট বাবদ কত টাকা দিতে হবে ?
ভারতীয় রেল জানিয়েছে, যাত্রীদের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখেই এই সুবিধা চালু করা হয়েছে। IRCTC এই ফাস্টিং প্লেটের দাম 125 টাকা থেকে 200 টাকা রেখেছে। মোট 500টি ট্রেনে এই সুবিধা চালু করা হয়েছে। যেখানে আইআরসিটিসি ইতিমধ্যেই এই ধরনের খাবারের সুবিধা দিচ্ছে। কেবল ট্রেনের যাত্রীদের জন্যই এই সুবিধা দেওয়া হচ্ছে। IRCTC জানিয়েছে, রেলস্টেশনে উপবাসের থালির স্টল পাবেন না যাত্রীরা। তাই বিশেষ থালির ক্ষেত্রে নির্দিষ্ট নম্বরে অর্ডার করলেই পাওয়া যাবে সুবিধা।