RBI On Inflation: আরও বাড়তে পারে জিনিসপত্রের দাম, মুদ্রাস্ফীতি নিয়ে পূর্বাভাস রিজার্ভ ব্যাঙ্কের

RBI Monetary Policy Meeting: এদিন দেশের আর্থিক নীতি নির্ধারণের বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, চলতি অর্থবর্ষে আরও বাড়তে পারে মূদ্রাস্ফীতির হার।

Continues below advertisement

RBI Monetary Policy Meeting: ফের রেপো রেট বৃদ্ধির পথে হাঁটতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। দেশের মূদ্রাস্ফীতি  কমাতে রাশ টানতে পারে সুদের হারে। বুধবারের বৈঠকে তেমনই ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

Continues below advertisement

RBI On Inflation: কী বলেছে রিজার্ভ ব্যাঙ্ক ?
এদিন দেশের আর্থিক নীতি নির্ধারণের বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, চলতি অর্থবর্ষে আরও বাড়তে পারে মূদ্রাস্ফীতির হার। যে কারণে আরবিআই 2022-23 সালে মূদ্রাস্ফীতির হারের পূর্বাভাস বৃদ্ধি করেছে। আগে চলতি অর্থবর্ষে মূদ্রাস্ফীতির পূর্বাভাস 5.7 শতাংশ থেকে বাড়িয়ে 6.7 শতাংশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ RBI মুল্যবৃদ্ধির হার 1 শতাংশ বৃদ্ধি করেছে।

RBI On Inflation: মূল্যবৃদ্ধির হার বেড়েই চলেছে
এদিন রিজার্ভ ব্যাঙ্ক খুচরো মূদ্রাস্ফীতির হার 6.7 শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে। গত বছর 2021-22 সালে এই পূর্বাভাস ছিল 4.5 শতাংশ। এপ্রিল মাসে আর্থিক নীতি ঘোষণার সময় আরবিআই আগে মূদ্রাস্ফীতির হার 5.7 শতাংশ বলে অনুমান করেছিল। 2022 সালের এপ্রিলে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল 7.79 শতাংশ, যা 8 বছরে সর্বোচ্চ। যে কারণে ফের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রেপো রেট বাড়ানোর পথে হেঁটেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আগামী দিনেও মূল্যবৃদ্ধি রোধে আজ আগাম ব্যবস্তা নেওয়ার কথা বলেছেন আরবিআই গভর্নর। তিনি জানান, দেশের এই আর্থিক পরিস্থিতিতে বৃদ্ধির থেকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণকেই অগ্রাধিকার দেবে আরবিআই। 

RBI Monetary Policy Meeting: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব
বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর দিলে দেখা যাবে, 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। যার পরে অনেক পণ্যের সরবরাহ ব্যাহত হয়। পরে পশ্চিমী দেশগুলি রাশিয়ার ওপর অনেক ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। যুদ্ধ ও নিষেধাজ্ঞার প্রভাব পড়ে অপরিশোধিত তেলের দামে। যা এক সময় প্রতি ব্যারেল 140 ডলার ছাড়িয়ে যায়। বর্তমানে, অপরিশোধিত তেল প্রতি ব্যারেল 120 ​​ডলারে লেনদেন হচ্ছে। যার ফলে আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। সেই কারণে কেন্দ্রীয় সরকার দেশে গ্যাসের দাম দ্বিগুণ করেছে। যে কারণে সিএনজি-এলপিজি আরও ব্যয়বহুল হয়েছে। এ ছাড়াও পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধির ফলে পরিবহণ খরচ বেড়েছে। রাতারাতি বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। দেশের এই মূল্যবৃদ্ধিতে লাগাম পড়াতেই এবার রেপো রেট বাড়িয়েছে RBI।

আরও পড়ুন : RBI Monetary Policy : রেপো রেট বৃদ্ধিতে এঁরা পড়বেন বিপদে

Continues below advertisement
Sponsored Links by Taboola