Microsoft Mobile Phones

Microsoft Mobile Phones

মাইক্রোসফট:বিশ্বের সর্ববৃহৎ সফটওয়্যার প্রস্তুতকারী মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস ও পল অ্যালেন। ১৯৭৫-এ কোম্পানি তৈরি হয়েছিল। সফটওয়্যার ছাড়াও ২০১২ সাল থেকে অত্যাধুনিক প্রযুক্তির ট্যাব ও এক্সবক্স ভিডিও গেম কনসোলসের জন্যই খ্যাতি রয়েছে এই কোম্পানির। ওয়াশিংটনের কোম্পানি রেডমন্ড ২০১০-তে উইন্ডোজ স্মার্টফোন ওএস স্মার্টফোন তৈরি করে এবং ২০১৪-তে ফিনিশ কর্পোরেশন নোকিয়ার ডিভাইস ও সার্ভিস ডিভিশন অধিগ্রহণ করে। ২০১১-তে মাইক্রোসফট উইনডোজ ফোন প্ল্যাটফর্ম সহ লুমিয়া রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করে। ২০১৭-র পর থেকে কোম্পানি লুমিয়া ডিভাইসের বিক্রি বন্ধ করেছে। অতি সাম্প্রতিক লুমিয়া ফোন লুমিয়া ৬৫০ ডুয়াল সিম ২০১৬-তে রিলিজ হয়েছিল। কোম্পানির ফোল্ডেবল স্মার্টফোন পরিকল্পনা । এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫ এসওসি এবং অ্যান্ড্রয়েড ১০ পরিচালিত। এর RAM ৬ জিবি এবং দুটি স্টোরেজ বিকল্প-১২৮ জিবি ও ২৫৬ জিবি।