Realme Phones: নতুন বছরে রিয়েলমির নয়া চমক, প্রচুর শক্তিশালী ব্যাটারি সমেত ফোন আসছে ভারতে, কী কী জানা গিয়েছে
Realme Smartphones: সম্প্রতি শোনা যাচ্ছে, ১০০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি সমেত কটি স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে। সৌজন্যে রিয়েলমি। সূত্রের খবর, এটি রিয়েলমি 'পি' সিরিজের একটি ফোন হতে পারে।

Realme Phones: ফোন কেনার সময় সবার আগে আমরা কয়েকটা ফিচারের দিকে নজর দিই। যেমন ফোনের ক্যামেরা কেমন, কোন প্রসেসর রয়েছে এবং তা কত দ্রুত গতিতে কাজ করে, ওই প্রসেসর আদৌ ভিডিও গেম খেলার জন্য আদর্শ কিনা - এইসব দিকেই নজর থাকে বেশিরভাগ মানুষের। এর পাশাপাশি আরেকটি ফিচারের দিকে অতি অবশ্যই নজর দেওয়া দরকার ফোন কেনার আগে। সেটা হল ফোনের ব্যাটারি ক্যাপাসিটি। অর্থাৎ ফোন কেনার আগে দেখে নেওয়া প্রয়োজন যে সেই ফোনের ব্যাটারি কতটা শক্তিশালী। এর পাশাপাশি অবশ্যই দেখে নিন ফোনের চার্জিং ক্যাপাসিটি বা ক্ষমতাও।
New realme P series phone passed BIS..
— Yogesh Brar (@heyitsyogesh) January 13, 2026
Launch by January end... Expected to pack a 10,000mAh battery
realme is launching their biggest battery phone till date before OnePlus...
Any guess on the price or product name? pic.twitter.com/DuXRjwKTjT
সম্প্রতি শোনা যাচ্ছে, ১০০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি সমেত কটি স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে। সৌজন্যে রিয়েলমি। সূত্রের খবর, এটি রিয়েলমি 'পি' সিরিজের একটি ফোন হতে পারে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ফোনের ঝলক দেখা গিয়েছে বলে খবর। আর তার থেকেই অনুমান, রিয়েলমি 'পি' সিরিজের ফোন সম্ভবত বেশ তাড়াতাড়িই ভারতে লঞ্চ হবে। যদিও নির্দিষ্ট ভাবে কিছুই এখনও জানা যায়নি এবং রিয়েলমি সংস্থাও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। গত বছর অর্থাৎ ২০২৫- এর ডিসেম্বরেই ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন। এই ফোনে রয়েছে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিতে রয়েছে ৪৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। এর থেকেও বেশি শক্তিশালী ব্যাটারি নিয়ে ভারতে আসতে চলেছে রিয়েলমি 'পি' সিরিজের আরও একটি ফোন।
এক্স মাধ্যমে টিপস্টার যোগেশ ব্রার এই ফোন সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেছেন। এর আগে রিয়েলমি এত বড় এবং শক্তিশালী ব্যাটারি নিয়ে কোনও ফোন ভারতে লঞ্চ করেনি। এমনকি আরেকটি যে সংস্থা ইদানীং শক্তিশালী ব্যাটারি নিয়ে ফোন লঞ্চ করছে, সেই ওয়ানপ্লাসেরও আগেই সম্ভবত ১০,০০০ এমএএইচ ব্যাটারির ফোন ভারতে আনতে চলেছে রিয়েলমি। তবে রিয়েলমির কোন ফোনে এই শক্তিশালী ব্যাটারি সাপোর্ট পাওয়া যাবে তা এখনও স্পষ্ট নয়। এই ফোন কবে ভারতে লঞ্চ হতে পারে সেই প্রসঙ্গেও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও।






















