Airtel Recharge: মাত্র ১ টাকাতেই ১৪ জিবি ডেটা ! এয়ারটেল দিচ্ছে বড় অফার; কীভাবে পাবেন ?
Airtel Recharge Plan: এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন থাকছে, এর সঙ্গে আপনি পাবেন আনলিমিটেড ভয়েস কলিং, হাইস্পিড ডেটা এবং বিনামূল্যে ন্যাশনাল রোমিংও থাকছে।

Airtel New Plan: কোটি কোটি গ্রাহকের কথা মাথায় রেখে এয়ারটেল একটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে যা কেবল সাশ্রয়ীই নয়, বরং অতিরিক্ত ডেটার সুবিধেও দেওয়া হচ্ছে এই রিচার্জ প্ল্যানে। এর আগে এয়ারটেলের একটি রিচার্জ প্ল্যান ছিল ৩৯৮ টাকার, এর থেকে মাত্র ১ টাকা বেশি দাম পড়বে এই নতুন রিচার্জ প্ল্যানের। কিন্তু এই ১ টাকা বেশি দিয়েই গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১৪ জিবি ডেটার সুবিধে। দেশের সমস্ত সার্কলের জন্য উপলব্ধ রয়েছে এই নতুন ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি।
কী সুবিধে এই প্ল্যানে
এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন থাকছে, এর সঙ্গে আপনি পাবেন আনলিমিটেড ভয়েস কলিং, হাইস্পিড ডেটা এবং বিনামূল্যে ন্যাশনাল রোমিংও থাকছে। তবে জম্মু ও কাশ্মীরে এই সুবিধে পাবেন না আপনি। গ্রাহকরা এই প্ল্যানের অধীনে দৈনিক ২.৫ জিবি ডেটা, ১০০টি এসএমএস বিনামূল্যে পাবেন। এছাড়া ২৮ দিনের মেয়াদের এই প্ল্যানে এয়ারটেল দিচ্ছে জিওহটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশনের সুবিধেও। এর ফলে ওটিটি কনটেন্টপ্রেমীদের অনেক উপকার হবে।
৩৯৮ টাকার প্ল্যানে কী কী সুবিধে ছিল
৩৯৮ টাকার পুরনো প্ল্যানে এয়ারটেলের গ্রাহকরা দৈনিক ২ জিবি করে ডেটা পেতেন আর বাকি অন্যান্য সুযোগ সুবিধে একইরকম ছিল। আর নতুন প্ল্যানে মাত্র ১ টাকা বেশি খরচ করেই দিনে ৫১২ এমবি অর্থাৎ ২৮ দিনে ১৪ জিবি ডেটা বেশি পাচ্ছেন আপনারা। অর্থাৎ মাত্র ১ টাকা দিয়েই পাবেন ১৪ জিবি ডেটা। TRAI-এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে এয়ারটেল ক্রমাগত তার নেটওয়ার্ক সম্প্রসারিত করছে। এই সংস্থায় বিপুল সংখ্যক ব্যবহারকারী যুক্ত হচ্ছেন। সংস্থার গ্রাহক সংখ্যা এখন ৩৬ কোটি ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে এই দৌড়ে ভোডাফোন আইডিয়া ও বিএসএনএল এখনও অনেকটাই পিছিয়ে।
রিলায়েন্স জিওর ২৮ দিনের প্ল্যান
জিওর এই প্ল্যানের খরচ ২২৩ টাকা পড়বে ২৮ দিনের জন্য। এই প্ল্যানে আপনি পাবেন দৈনিক আনলিমিটেড ভয়েস কলিং, ১০০টি করে এসএমএস এবং মাসে মোট ৫৬ জিবি ইন্টারনেটের সুবিধে। অর্থাৎ এই ২২৩ টাকার প্ল্যানে গ্রাহকরা দৈনিক ২ জিবি করে ডেটা পাচ্ছেন। শুধু তাই নয়, রিলায়েন্স জিও এই রিচার্জ প্ল্যানের সঙ্গেই গ্রাহকদের জিও সিনেমা, জিও টিভি ও জিও ক্লাউডের মত বিভিন্ন অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন দিচ্ছে। কিন্তু এই প্ল্যানের সুবিধে একমাত্র পাওয়া যায় জিওফোন ব্যবহারকারীদের জন্য। আপনার স্মার্টফোনে জিও সিম থাকলেও এই সুবিধে আপনি পাবেন না।






















