IBPS Recruitment: ১০,২৭৭ পদে কর্মী নিয়োগ করবে IBPS, আবেদন শুরু; কবে হবে পরীক্ষা ?
IBPS Clerk Recruitment 2025: সারা দেশজুড়ে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির তরফে কেরানি পদের জন্য এটিই ১৫তম কমন রিক্রুটমেন্ট প্রসেস হতে চলেছে। সর্বমোট ১০ হাজার ২৭৭ পদ থাকলেও একেক রাজ্যে একেক রকম আসন রয়েছে।

Job News: দ্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন সংক্ষেপে আইবিপিএস এবার বিপুল পদে কর্মী নিয়োগ করতে চলেছে। মূলত কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদেই করা হবে এই নিয়োগ। সারা দেশে মোট ১০ হাজার ২৭৭টি পদের জন্য এই কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে (IBPS Recruitment News) আইবিপিএসের অধীনে। বিগত ১ অগাস্ট থেকেই এই আবেদন শুরু হয়ে গিয়েছে। আগামী ২১ অগাস্টের মধ্যেই আপনাকে করতে হবে এই আবেদন। আগাম পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও জানিয়ে দিয়েছে আইবিপিএস। বলা হয়েছে আগামী অক্টোবর মাসে এই আইবিপিএস নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা (IBPS Clerk Recruitment) আয়োজিত হবে এবং এর মেনস পরীক্ষা হবে আগামী নভেম্বর মাসে।
সারা দেশজুড়ে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির তরফে কেরানি পদের জন্য এটিই ১৫তম কমন রিক্রুটমেন্ট প্রসেস হতে চলেছে। সর্বমোট ১০ হাজার ২৭৭ পদ থাকলেও একেক রাজ্যে একেক রকম আসন রয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশে ১৩১৫টি পদ, মহারাষ্ট্রে ১১১৭টি পদ, কর্ণাটকে ১১৭০টি পদ, তামিলনাড়ুতে ৮৯৪টি পদ রয়েছে। এই সমস্ত রাজ্যগুলিতেই সবথেকে বেশি সংখ্যক শূন্যপদ রয়েছে আইবিপিএস নিয়োগের ক্ষেত্রে।
আর ব্যাঙ্কগুলির মধ্যে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে কানারা ব্যাঙ্কে, প্রায় ৩০০০ আসনে করা হবে নিয়োগ। এরপরে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় রয়েছে ২০০০ পদ, ব্যাঙ্ক অফ বরোদায় ১৬৮৪টি পদ, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১১৫০টি পদ রয়েছে। তবে ইউকো ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কের শূন্যপদ সংখ্যা এখনও প্রকাশিত হয়নি।
আবেদনের ফি
আইবিপিএসের এই নিয়োগের জন্য অসংরক্ষিত, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদনের ফি জমা দিতে হবে ৮৫০ টাকা আর বাকি সংরক্ষিত পদগুলির জন্য এই আবেদনের ফি রয়েছে ১৭৫ টাকা। অনলাইনেই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে কিংবা ইউপিআইয়ের মাধ্যমে এই আবেদনের ফি জমা করতে হবে প্রার্থীদের।
যোগ্যতা কী লাগবে
এই নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা
এই নিয়োগের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে। সরকারি নিয়মে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে।
পরীক্ষা কেমন হবে
দুটি ধাপে হবে এই নিয়োগের পরীক্ষা। প্রথমটি হল প্রিলিমিনারি পরীক্ষা এবং পরেরটি হল মেনস। প্রিলিমস পরীক্ষায় ১০০ নম্বরের জন্য ১০০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর লিখতে হয়। সময় থাকে ৬০ মিনিট। আর মেনস পরীক্ষায় ২০০ নম্বরের জন্য ১৫৫টি প্রশ্নের উত্তর লিখতে হয়। সময় থাকে ২ ঘণ্টা। মেনস পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল চূড়ান্ত নির্বাচিত বলে গণ্য হয়।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















