Amazon Great Indian Sale: ব্র্যান্ডেড জুতোয় ৯০ শতাংশ পর্যন্ত ছাড়, দেখে নিন বিশেষ অফার
এখন অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে মহিলাদের জুতায় ৩০-৭০ শতাংশ ছাড় দিচ্ছে কোম্পানি।এই সেলে সব ধরনের জুতো হিল, বুট, স্যান্ডেল, স্কিপারের ওপর ছাড় পাওয়া যাচ্ছে।
Amazon Festival Sale: অ্যামাজন নবরাত্রি সেলে যেকোনও ব্র্যান্ডেড জুতোর ওপর পাবেন দারুণ অফার।মহিলা, পুরুষ ও ছোটদের জন্য রয়েছে বাম্পার ডিল। বছরের সেরা ছাড় পেতে চলেছেন আপনি। জেনে নিন কী অফার দিচ্ছে অ্যামাজন ?
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
এখন অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে মহিলাদের জুতায় ৩০-৭০ শতাংশ ছাড় দিচ্ছে কোম্পানি।এই সেলে সব ধরনের জুতো হিল, বুট, স্যান্ডেল, স্কিপারের ওপর ছাড় পাওয়া যাচ্ছে। এই নবরাত্রি সেলে সব ব্র্যান্ডের ওপরই রয়েছে অফার।
এই লিঙ্কে ক্লিক করলেই জানতে পারবেন মহিলাদের ব্র্যান্ডেড জুতোর দাম
এই সেলে কী বিশেষত্ব ?
অ্যামাজনের নিজস্ব ব্র্যান্ডের জুতো এই সেলে শুরু হচ্ছে ৩৯৯ টাকা থেকে। সব ব্র্যান্ডেড জুতোয় থাকছে কমপক্ষে ৫০ শতাংশ ছাড় । এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে BATA, SPARX ও অন্যান্য ব্র্যান্ডের জুতো ৬৯৯ টাকায় পাবেন। রেগুলোর পরার জুতো বা স্যান্ডাল ২৯৯ টাকায় পাবেন গ্রাহক।
পুরুষদের জুতোর ওপর সেল- অ্যামাজনের ডিলে পুরুষদের জুতাগুলিতেও ভালো ছাড় রয়েছে। নিত্যদিনের জুতো, অনুষ্ঠানে পরার জুতো ও খেলাধুলার জুতোগুলিতে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যায়। এই মেগা সেলে প্রত্যেকের পছন্দের জুতোর ওপর রয়েছে বিশাল ছাড়।
পুরুষদের জুতোর দাম জানতে ক্লিক করুন এই লিঙ্কে
ছোটদের জুতোগুলিতেও পাবেন ছাড়- অ্যামাজনের সেলে ছোটদের জুতোগুলিতে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানি। এখানে সব ধরনের জুতো বা স্যান্ডেল
পেয়ে যাবেন আপনি। দারুণ ডিলে পুজোর আগে এই জুতোগুলি পাবেন ক্রেতা। ছোটদের ব্র্যান্ডেড জুতোর সম্ভার শুরু হচ্ছে ২৯৯ টাকা থেকে।
শিশুদের জুতোর কত দাম ? জানতে ক্লিক করুন
অ্যামাজনের সেলে কত দাম ব্র্যান্ডেড জুতোর ?
মেট্রো জুতো শুরু ৫৯৯টাকা থেকে
স্পার্ক্স জুতা ৩৯৯টাকা থেকে শুরু
ADDIDAS -এর জুতো শুরু ৯৯৯টাকা থেকে
ক্যাম্পাস জুতো শুরু হচ্ছে ৫৯৯ টাকা থেকে
রেড টেপ জুতো শুরু হচ্ছে ৬৯৯ টাকা থেকে
BATA জুতো শুরু হচ্ছে ৩৯৯ টাকা থেকে
বাকি ক্রসের জুতো পাওয়া যাচ্ছে ১১৯৯টাকা থেকে
CATWALT জুতো পাওয়া যাবে ৫৯৯টাকা থেকে
ব্র্যান্ডেড জুতোর দাম জানুন এই লিঙ্কে, দেখে নিন অফার
ব্র্যান্ডেড জুতোর সেলে বিশাল ছাড়
কার্লটন জুতোতে থাকছে কমপক্ষে ৭০ শতাংশ ছাড়
SKECHERS জুতোতে থাকছে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়
PUMA জুতোতে কমপক্ষে ৫০ শতাংশ ছাড় পাবেন গ্রাহক
রিবকের জুতোতে পাওয়া যাবে ৩০-৫০ শতাংশ পর্যন্ত ছাড়
অ্যামাজন জুতো ব্র্যান্ডগুলিতে পাওয়া যাবে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়
আরও পড়ুন : Amazon Navratri Sale: ফিটনেসের সরঞ্জামে ৫০শতাংশ ছাড়, অ্যামাজনের সেলে দারুণ অফার
আরও পড়ুন : Amazon Navratri Sale: স্মার্টফোনে পাবেন বছরের সস্তা ডিল, জেনে নিন সেরা ৫ ফোনের দাম
আরও পড়ুন : Amazon Navratri Sale: অ্যামাজন নবরাত্রি সেলে দারুণ অফার, ২০০০টাকার মধ্যে পাবেন স্মার্ট ফিটনেস ট্র্যাকার