Chak Bhanga Chata LIVE: SIR নিয়ে সংঘাতের আবহে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
ABP Ananda LIVE : একদিকে ভোট চুরি রোখার অঙ্গীকার করছেন, আবার অন্যদিকে নির্বাচন কমিশনকে বিজেপির সহকারী সংস্থা বলে আক্রমণ শানাচ্চেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। আবার সেদিনই কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখাল বিএলও অধিকার রক্ষা কমিটি। এসআইআর শুরু হতেই যে গণহারে বাংলাদেশী পলায়ন শুরু হয়েছে স্বরূপনগর সীমান্তে তারই পরিদর্শনে গেলেন রাজ্যপাল
'একজন যোগ্য ভোটারেও নাম যেন বাদ না যায়', ভার্চুয়াল বৈঠকে কড়া বার্তা অভিষেকের
SIR নিয়ে সংঘাতের আবহে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'SIR ঘোষণা করেছে বিজেপির সহকারি সংস্থা নির্বাচন কমিশন। SIR ঘোষণার পরেই দম্ভ, ঔদ্ধত্যের জন্য হারিয়েছি ৩৫জনকে। ৩জন BLO-রও মৃত্যু হয়েছে, মানসিক চাপকেই তাঁরা দায়ী করেছেন। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই ভোট রক্ষা শিবির। বিহারে দেখেছেন? ড্রাফট রোলে নাম থাকা সত্ত্বেও দেখেছে নাম নেই। বিরোধীরা সেখানে সেই ভূমিকা দেখাতে পারেনি। আমাদের কাজ ভোট চুরি আটকানো, চোরগুলোকে ধরতে হবে। মে মাসে আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু আমাদের আত্মতুষ্টিতে ভুগলে হবে না, একেকটা দিন যুদ্ধের মতো। ২৫ হাজার নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের: সূত্র । সাংসদ, বিধায়ক, সভাপতিরা কোথায় কি করছে, সব আমি রোজ দেখি। কে সক্রিয় আর কে নিষ্ক্রিয়, আমি রোজ দেখতে পাই। আমাদের পাখির চোখ ১০০% এনুমারেশন ফর্ম সাবমিশন। একজন যোগ্য ভোটারেও নাম যেন বাদ না যায়। আগামী ৯ ডিসেম্বর থেকে আমাদের স্টেপ ২ শুরু করব', SIR নিয়ে ভার্চুয়াল বৈঠকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের: সূত্র






























