সান ফ্রান্সিসকো: বাইকের বিজনেসে বিশ্বে সুনাম অর্জনের পর এবার ইলেকট্রিক সাইকেল (Electric bicycle)আনতে চলেছে Harley-Davidson। চলতি বছরের শেষেই বাজারে পাওয়া যাবে এই দু'চাকা।
Harley-Davidson-এর Electric bicycleনতুন এই ইলেকট্রিক সাইকেল (Electric bicycle)-এর নাম রাখা হয়েছে Serial 1। কোম্পানির তরফে জানানো হয়েছে, প্রথমেই বিপুল সংখ্যায় প্রোডাকশনের দিকে যাবে না তারা। আপাতত এই ইলেকট্রিক বাইসাইকেলের ৬৫০টি ইউনিট বাজারে আনবে কোম্পানি। এর মধ্যে অর্ধেক প্রোডাক্ট রাখা হবে আমেরিকায় বিক্রির জন্য। গত বছরই এই ই-সাইকেলের প্রোটোটাইপ মোটর শোয়ে তুলে ধরে Harley-Davidson। কোম্পানির ১৯০৩ সালের প্রথম বাইকের ডিজাইনে তৈরি করা হয়েছে এই ইলেকট্রিক সাইকেল। তাই বাইকের সঙ্গে আবেগ জড়িয়ে আছে আমেরিকার 'টু-হুইলার জায়ান্টের'।
নতুন উদ্যোগ নিয়ে কী বলছে কোম্পানি ?Verge-এর রিপোর্ট বলছে, Serial 1 পেতে এখনই প্রি-বুক করতে হবে ক্রেতাদের। Harley-Davidson-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই Electric bicycle রিজার্ভ করতে হবে কাস্টমারদের। কোম্পানির তরফে দাবি করা হয়েছে ইলেকট্রিক বাইসাইকেলের দুনিয়ায় বিপ্লব এনে দেবে এই প্রোডাক্ট।
Harley-Davidson Electric bicycle-এর ডিজাইনপ্রথম থেকেই কোম্পানির ভিনটেজ স্টাইল ডিজাইন ল্যাঙ্গোয়েজ দেওয়া হয়েছে এই ইলেকট্রিক বাইসাইকেলে। কালোর পরিবর্তে মোটা সাদা টায়ার দেওয়া হয়েছে সাইকেলে। সঙ্গে স্লিম ব্ল্যাক কম্বিনেশেনর ফ্রেম সাইকেলে অন্য মাত্রা এনে দিয়েছে। লেদার স্যাডেল বুঝিয়ে দিচ্ছে সাধারণ কোম্পানির থেকে অনেক আলাদা এই ই-সাইকেল। তবে এখনও বাইকের দাম প্রকাশ্যে আনেনি কোম্পানি।
ই-সাইকেল তৈরির দৌড়ে আর কোন বড় কোম্পানিতবে Harley-Davidson একা নয়। এই ই-বাইক তৈরির দৌড়ে নাম লেখাচ্ছে BMW। ই-বাইকের পাশাপাশি ই-মোটরসাইকেলও তৈরি করবে কোম্পানি। পাহাড়ের জন্য ইলেকট্রিক বাইক তৈরির পরিকল্পনা রয়েছে Audi-র। ইলেকট্রিক স্কুটারের পথে হেঁটেছে Mercedes-Benz।
আরও পড়ুন : Ford India Update : ঝাঁপ গুটিয়ে ফের খুলল Ford ! প্রোডাকশন শুরু চেন্নাই প্লান্টে
আরও পড়ুন : Ola Electric Scooters: দু'দিনে ১১০০কোটি টাকার স্কুটার বিক্রি, রেকর্ড ভাঙছে Ola Electric scooters
আরও পড়ুন : TVS Raider 125 launch: Honda ও HERO-র সঙ্গে হবে লড়াই, বাজারে এল TVS Raider 125
আরও পড়ুন : MG Astor India: Creta-Seltos-এর সঙ্গে লড়াই ! সামনে এল MG Astor SUV