নয়াদিল্লি: অবশেষে তাদের নতুন এসইউভির কভার সরাল MG Motors। চমকে দেওয়ার মতো ফিচার নিয়ে প্রকাশ্যে এল কোম্পানির নতুন মডেল MG Astor SUV। ভারতের গাড়ি বাজারে Hyundai Creta, Kia Seltos, Skoda Kushaq ও Volkswagen Tiguan-এর সঙ্গে প্রতিযোগিতা হবে এই গাড়ির।
চলতি সপ্তাহেই ভারতের বিভিন্ন MG-র শোরুমে দেখা যাবে এই এসইউভি। বাইরে থেকে দেখতে MG ZS EV-হর মতো হলেও নতুন একাধিক ফিচারে সমৃদ্ধ এই গাড়ি। যাতে দু'টো পেট্রল ইঞ্জিনের অপশন দিয়েছে কোম্পানি। এই গাড়িতে সেগমেন্টে প্রথম আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা AI দিয়েছে MG ।সঙ্গে রয়েছে অটোনমাস লেভেল ২ টেকনোলজি।
ফিচারের মধ্যে Lane Departure Prevention, Automatic Emergency Braking দেওয়া হয়েছে গাড়িতে। যা বলতে গেলে এই ধরনের গাড়ির সেগমেন্টে অনন্য ফিচার।MapMyIndia, Park+ ও Jio-র মতো কোম্পানির সঙ্গে জোট বেঁধে ১৪টা অটোনমাস ফিচার দিয়েছে কোম্পানি।সব মিলিয়ে গাড়িতে তিনটে রং দেওয়া হয়েছে। লাল, কমলা ও কালো রঙে পাওয়া যাবে গাড়ি।
MG Astor SUV-র ফিচার
১ ৮০টা ইন্টারনেট বেসড ফিচার রয়েছে এই গাড়িতে।
২ ১৭ ইঞ্চির ডুয়েল টোন অ্যালোয় হুইল ছাড়াও 'হক আই' এলইডি দেওয়া হয়েছে এসইউভিতে।
৩ ৬ ধরনের পাওয়ার সিট রয়েছে গাড়িতে।
৪ নর্মাল, আরবান ও ডায়নামিক। এই তিন ধরনের স্টিয়ারিং অ্যাডজাস্টমেন্ট রয়েছে গাড়িতে।
৫ গাড়িতে দেওয়া হয়েছে ১০.১ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম।
৬ ৭ ইঞ্চির ডিজিটাল ক্লাস্টার থাকছে গাড়িতে।
৭ বড় প্যানোরামিক সানরুফ এই গাড়িকে একেবারে বদলে দিয়েছে।
৮ রয়েছে কেবিন ফিল্টারেশনের আলাদা ব্যবস্থা।
৭ ইলেকট্রিক পার্কিং ব্রেকও রয়েছে গাড়িতে। ফলে চালককে পার্কিংয়ের ক্ষেত্রে সাহায্য করতে পারবে এই ফিচার।
৮ গাড়ির চাবিতেও থাকছে ডিজিটালাইজেশনের ছোঁয়া। ব্লুটুথের মাধ্যমে গাড়ির সঙ্গে যোগাযোগ থাকছে চাবির।
MG Astor SUV-র ইঞ্জিন অপশন
গাড়িতে শক্তি জোগাতে ১৩৪৯ সিসি টার্বো পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে। ১৪০ পিএস পাওয়ারের পাশাপাশি ২২০ এনএম-এর টর্ক প্রোডিউস করবে এই ইঞ্জিন।এ ছাড়াও রয়েছে VTi-Tech 1498cc লিটারের পেট্র্ল ইঞ্জিন। যা ম্যানুয়াল ট্রান্সমিশনে ৮ স্পিড CVT গিয়ারবক্সের অপশন দেয়।
MG Astor SUV-র সুরক্ষার ফিচার
কোম্পানির দাবি কমপক্ষে ২৭টা সুরক্ষার ফিচার দেওয়া হয়েছে গাড়িতে। সব মিলিয়ে গাড়িতে রয়েছে সর্বোচ্চ ৬টা এয়ারব্যাগের সুবিধা। গাড়িকে দুর্ঘটনা থেকে বাঁচাতে রয়েছে Lane Departure Prevention, Automatic Emergency Braking। এ ছাড়াও থাকছে ইন্টেলিজেন্ট হেডল্যাম্প কন্ট্রোল ও রিভার্স অ্যাসিস্ট। ১০-১৬ লক্ষ টাকা এক্স শোরুম প্রাইস হতে পারে গাড়ির।
আরও পড়ুন : How To Control A Car: গাড়ির ব্রেক ফেল করলে কীভাবে বাঁচবেন দুর্ঘটনা থেকে ? মেনে চলুন এই রুল
আরও পড়ুন : Force Gurkha SUV Launch : Mahindra Thar-এর সঙ্গে হবে 'লড়াই', বাজারে আসছে Force Gurkha SUV