(Source: ECI/ABP News/ABP Majha)
Car Washing Tips: ১০ বছরেও নতুন দেখাবে গাড়ি, যদি মেনে চলেন এই টিপস
Car Washing Tips: দশক পেরিয়ে গেলেও নতুনের মতো থাকবে গাড়ি। চার-চাকার চকচকে ভাব ধরে রাখতে যত্ন নিতে হবে নিয়ম করে। গাড়ির বডিতে গর্ত বা রং চটার আগেই ব্যবস্থা নিতে হবে।
Car Washing Tips: দশক পেরিয়ে গেলেও নতুনের মতো থাকবে গাড়ি। চার-চাকার চকচকে (Car Washing Tips)ভাব ধরে রাখতে যত্ন নিতে হবে নিয়ম করে। গাড়ির বডিতে গর্ত বা রং চটার আগেই ব্যবস্থা নিতে হবে। আজ আমরা আপনাদের বলব, কীভাবে গাড়ির রঙকে দীর্ঘ সময় চকচকে রাখা যায়। জেনে নিন সেই টিপস।
Car Washing Tips: গাড়ি ধোয়াতে শ্যাম্পুর ব্যবহার
গাড়ি ধোয়ার (Car Wash) ক্ষেত্রে যত্ন নিতে হবে। গাড়ি ধোয়ার জন্য কখনোই বেশি ক্ষারযুক্ত ডিটারজেন্ট ব্যবহার করবেন না। গাড়ি ধোয়ার জন্য শ্যাম্পু ব্যবহার করুন। এটি রঙ নিরাপদ রাখতে সাহায্য করে।
Car Washing Tips: গাড়িতে ওয়াশিং ফোম ব্যবহার করুন
গাড়ি ধোয়ার সময় নরম ওয়াশিং ফোম ব্যবহার করুন, এতে অনেক ভালো পরিষ্কার হবে। এর জন্য সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। তবে, যে কাপড় ব্যবহার করলে আঁচড় পড়বে তা দূরে রাখুন।
Car Washing Tips: গাড়ির UV রশ্মির সুরক্ষা প্রয়োজন
গাড়িতে UV সুরক্ষার প্রলেপ দেওয়া প্রয়োজন। এটি একটি দরকারি ক্রিমের স্তর। যা গাড়ির রঙকে সূর্যের রশ্মি থেকে বিবর্ণ হওয়া থেকে রক্ষা করে। এই কারণে পেইন্টের উপর শক্তিশালী সূর্য রশ্মির প্রভাব হ্রাস পায় ও রঙ বিবর্ণ হওয়া থেকে রক্ষা করা যায়।
Car Washing Tips: পালিশ ও মোম
গাড়িতে মোমের পালিশ বডির রঙকে রক্ষা করে ও স্ক্র্যাচ দূর করে। পাশাপাশি গাড়িতে সাধারণ পালিশও প্রয়োজন। এতে গাড়ির রঙও বিবর্ণ হবে না। এটি গাড়ির পেইন্টকেও চকচকে রাখে। Car Washing Tips: ছায়ায় গাড়ি পার্ক করুন
আপনি যদি আপনার গাড়ির উজ্জ্বলতা বজায় রাখতে চান, তবে আপনাকে গাড়ি পার্কিংয়ের বিশেষ যত্ন নিতে হবে। সবসময় ছায়ায় আপনার গাড়ি পার্ক করুন। প্রচণ্ড সূর্যের আলোতে গাড়ির উজ্জ্বলতা ম্লান হতে শুরু করে।
আরও পড়ুন: Vehicle Price Hike: ১ এপ্রিল থেকে আরও দামি হচ্ছে গাড়ি-বাইক, দেখে নিন কারা বাড়াচ্ছে দাম