Vehicle Price Hike: ১ এপ্রিল থেকে আরও দামি হচ্ছে গাড়ি-বাইক, দেখে নিন কারা বাড়াচ্ছে দাম
Vehicle Price Hike: ফের বাড়তে চলেছে গাড়ির দাম (Car Price Hike)। ১ এপ্রিল থেকে গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের নামী গাড়ি-বাইক প্রস্তুতকারক সংস্থাগুলি।
Vehicle Price Hike: ফের বাড়তে চলেছে গাড়ির দাম (Car Price Hike)। ১ এপ্রিল থেকে গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের নামী গাড়ি-বাইক প্রস্তুতকারক সংস্থাগুলি। এই তালিকায় নাম লিখিয়েছে টাটা মোটরস(Tata Motors), হিরো মোটোকর্প (Hero MotoCorp)ছাড়াও বহু কোম্পানি।
Car Price Hike : কেন ফের বাড়ছে গাড়ির দাম ?
নতুন অর্থবর্ষে এই গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে Hero MotoCorp, Toyota Kirloskar Motor (TKM), BMW India, Mercedes-Benz India, Audi India ও Tata Motors-এর মতো অটোমেকাররা। কোম্পানিগুলি জানিয়েছে, কাঁচামাল সহ ক্রমবর্ধমান ইনপুট খরচের কারণে গাড়ি নির্মাতারা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। সেই কারণেই বাধ্য হয়ে কোম্পানিগুলি কিছু মডেলের দাম বাড়াচ্ছে। ১ এপ্রিল থেকেই এই নতুন প্রাইস ট্যাগ পড়ে যাবে সেই নির্দিষ্ট গাড়িগুলির ওপর।
Hero MotoCorp : কী বলছে হিরো ?
দেশের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা Hero MotoCorp গত ২৯ মার্চ তাদের বাইক ও স্কুটারগুলির দাম বৃদ্ধির ঘোষণা করেছে। ৫ এপ্রিল থেকে কার্যকর হবে তাদের নতুন দাম। কোম্পানি একটি বিবৃতিতে জানিয়েছে, পণ্যের দাম বৃদ্ধির প্রভাব আংশিকভাবে কমানোর জন্য দামে সংশোধনের প্রয়োজন ছিল। নির্দিষ্ট মডেলের ক্ষেত্রে তাদের টু-হুইলারে দাম ২০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে।
Toyota Kirloskar Motor (TKM): গ্রাহকদের বার্তা টয়োটার
দাম বৃদ্ধির বিষয়ে মুখ খুলেছে টয়োটা কির্লোস্কার মোটর (TKM)। কোম্পানির তরফে বলা হয়েছে , ১ এপ্রিল থেকে তাদের মডেলগুলির ৪ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হবে৷ টয়োটার কর্মকর্তারা জানিয়েছেন, কাঁচামাল সহ ক্রমবর্ধমান ইনপুট খরচের কারণে এই বৃদ্ধি করা হচ্ছে৷ TKM এর একজন মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, " টয়োটা একটি প্রতিশ্রুতিবদ্ধ গ্রাহক-কেন্দ্রিক কোম্পানি । তাই গ্রাহকদের উপর ক্রমবর্ধমান খরচের প্রভাব কমানোর সব ধরনের চেষ্টা করেছি আমরা।"
BMW India : কত দাম বাড়াচ্ছে বিএমডব্লিউ ?
গাড়ির দাম বৃদ্ধির ক্ষেত্রে একই কথা শোনা গিয়েছে , BMW India-র মুখে। কোম্পানি জানিয়েছে, তারাও ১ এপ্রিল থেকে তাদের গাড়িগুলির মূল্য ৩.৫ শতাংশ বৃদ্ধি করবে। গাড়ির মূল্যবৃদ্ধির জন্য ভূ-রাজনৈতিক বা জিওপলিটিক্যাল ও কাঁচামালের দাম বাড়ার কথা উল্লেখ করেছে এই জার্মান অটোমেকার।
Audi India: বিলাসবহুল গাড়িও বাড়াচ্ছে দাম
জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা ঘোষণা করেছে, এই বাজারে গাড়ির দাম বাড়াতে বাধ্য হচ্ছে তারাও। ভারতে তাদের গাড়ির দাম ১ এপ্রিল থেকে বাড়ানোর পরিকল্পনা করেছে কোম্পানি৷ পুরো প্রোডাক্ট লাইনেই ৩ শতাংশ পর্যন্ত দাম বাড়াচ্ছে অডি। কোম্পানি জানিয়েছে, মূল্যবৃদ্ধি ক্রমবর্ধমান ইনপুট খরচের ফলেই এই দাম বাড়াতে হচ্ছে তাদের।
Tata Motors: কত দামি হচ্ছে টাটার গাড়ি ?
গত ২২ মার্চ তাদের বিভিন্ন মডেলের দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে Tata Motors। কোম্পানি জানিয়েছে, ১ এপ্রিল থেকে তাদের বাণিজ্যিক গাড়ি ছাড়াও বিভিন্ন মডেল ও ভ্যারিয়েন্টের উপর ২-২.৫ শতাংশ দাম বৃদ্ধি করা হবে৷ মূলত, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অন্যান্য মূল্যবান ধাতুর দামবৃদ্ধি ও অন্যান্য কাঁচামালের খরচের জন্যই এই দাম বাড়ানো হচ্ছে।