এক্সপ্লোর
Advertisement
চতুর্থ ত্রৈমাসিকে মুনাফা কমল ইনডাসইন্ড ব্যাঙ্কের, তবে শেয়ার চাঙ্গা
সার্বিক ভাবে নন পারফর্মিং অ্যাসেট অর্থাত্ অনুত্পাদক সম্পদ ৩৯৪৭ কোটি টাকা থেকে সংশ্লিষ্ট সময়ের মধ্যে বেড়ে হয়েছে ৫১৪৭ কোটি টাকা।
মুম্বই: ইনডাসইন্ড ব্যাঙ্কের মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে মুনাফার পরিমাণ গত ত্রৈমাসিকের তুলনায় কমল। আগের ত্রৈমাসিকে যা ছিল ১৩০০.২ কোটি টাকা, তা ৭৬.৮ শতাংশ কমে এবার হয়েছে ৩০১.৮৪ কোটি। গত বছর নিট মুনাফা হয়েছিল ৩৬০.১ কোটি টাকা।
খরচ বেড়ে যাওয়া, অন্য আয় কমার প্রভাব পড়েছে মুনাফায়, ব্য়য় ১৫৬১ কোটি টাকা থেকে বেড়়ে ২৪৪০ কোটি টাকা হয়েছে। যার ফলে কমেছে মুনাফা। যদিও আবার কর হ্রাসের ফলে মুনাফার পতনে রাশ টানা গিয়েছে।
মুনাফার পরিমাণ কমলেও অবশ্য আজ শেয়ার কেনাবেচার বাজারে লেনদেনের শুরুতে তাদের শেয়ার চাঙ্গা হয়েছে ১১ শতাংশের বেশি।
মোট সুদ বাবদ তাদের আয় শেষ ত্রৈমাসিকে ৫.১ শতাংশ বেড়ে হয়েছে ৩২৩১.২ কোটি টাকা। মোট সুদের মার্জিন আগের ত্রৈমাসিকে ছিল ৪.১৫ শতাংশ। এবারের চতুর্থ ত্রৈমাসিকে তা বেড়ে হয়েছে ৪.২৫ শতাংশ। গত বছর একই সময়ে তা ছিল ৩.৫৯ শতাংশ।
সার্বিক ভাবে নন পারফর্মিং অ্যাসেট অর্থাত্ অনুত্পাদক সম্পদ ৩৯৪৭ কোটি টাকা থেকে সংশ্লিষ্ট সময়ের মধ্যে বেড়ে হয়েছে ৫১৪৭ কোটি টাকা।
সংস্থার তরফে বলা হয়েছে, ব্যাঙ্কের কাজকর্মের ওপর কোভিড-১৯ এর কতটা প্রভাব, রেশ পড়বে, তা নির্ভর করছে ভবিষ্যতের ঘটনাবলীর ওপর, যা পুরোটা অনিশ্চয়তায় ভরা।
ব্যবসা-বাণিজ্যের (Business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement