Mahindra XUV700: ১৪ অগাস্ট পর্দা উঠবে, অ্যালেক্সা ভয়েজ কমান্ড নিয়ে আসছে Mahindra XUV700
সম্প্রতি গাড়ির বিষয়ে ট্যুইট করেছে মহিন্দ্রা। যেখানে বলা হয়েছে, পুরোপুরি হ্যান্ডস ফ্রি ভয়েজ কমান্ডে চলতে পারে এই গাড়ি।বিল্ড ইন অ্যালেক্সা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স(এআই) থাকছে Mahindra XUV700-এ।
নয়াদিল্লি: অবশেষে কৌতূহলের পর্দা সরতে চলেছে। গাড়ি বাজারে লঞ্চের অপেক্ষায় Mahindra XUV700। কোম্পানির দাবি, দেশে প্রথম 'অ্যালেক্সা ভয়েজ কমান্ড' নিয়ে আসছে এই এসইউভি।
কী সুবিধা দেবে অ্যালেক্সা ?
সম্প্রতি গাড়ির বিষয়ে ট্যুইট করেছে মহিন্দ্রা। যেখানে বলা হয়েছে, পুরোপুরি হ্যান্ডস ফ্রি ভয়েজ কমান্ডে চলতে পারে এই গাড়ি।বিল্ড ইন অ্যালেক্সা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স(এআই) থাকছে Mahindra XUV700-এ।এই ফিচারের মাধ্যমে চালক ছাড়াও যাত্রী ভয়েজ কমান্ডের মাধ্যমেসানরুফ খুলতে বা বন্ধ করতে পারবেন। গাড়ির জানালা ওঠাতে বা নামাতে পারবেন চালক। এ ছাড়াও গাড়ির ভিতরের তাপমাত্রা, গান বদলাতে পারবে অ্যালেক্সা।
এ প্রসঙ্গে কোম্পানির সিইও বিজয় নকরা বলেন, ''অ্যালেক্সার জন্য অ্যামাজনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি আমরা। মূলত, অন্য সবার থেকে আমাদের এসইউভিকে অনন্য করার জন্যই এই সুবিধা দেওয়া হয়েছে। আমরা আশা করছি, বর্তমানের টেক স্যাভি কাস্টমাররা এই ফিচার খুব পছন্দ করবেন। ''
কার ব্লগারদের মতে, নতুন এসইউভি নিয়ে কোম্পানির ব্র্যান্ড এস্টাবলিশমেন্ট বদলাতে চাইছে মহিন্দ্রা। ইতিমধ্যেই তার কাজ শুরু হয়েছে। নতুন এসইউভির জন্য ডিজাইন করা হয়েছে আলাদা লোগো। প্রথম দেখাতে Mahindra XUV500-এর ফেসলিফট মনে হবে Mahindra XUV700-কে। সামনে-পিছনে কিছু পরিবর্তন ছাড়া আলাদা করার মতে বিশেষ কিছু নেই। তবে এবার গাড়িতে ক্ল্যাডিং ও রুফ রেইলস দিয়েছে মহিন্দ্রা। XUV500-এর থেকে আকারে বড় টেইল ল্যাম্প দেওয়া হয়েছে পিছনে। সেভেন সিটার হওয়ার কারণে থার্ড রো-এ বড় গ্লাস এরিয়া রাখা হয়েছে। যাতে পিছনের আসনে বসা যাত্রী স্বাচ্ছন্দ্য বোধ করেন।
Get ready to feel the rush this freedom weekend.
— MahindraXUV700 (@MahindraXUV700) August 11, 2021
Catch the debut of the Mahindra XUV700 on 14th August at 4 PM.https://t.co/Udw1r5ZJ5G#HelloXUV700#XUV700 pic.twitter.com/jLNCM1dpuJ
গাড়িতে ফ্লাশ ডোর হ্যান্ডেল ছাড়াও অটোমেটিক ভয়েজ অ্যালার্ট রয়েছে। প্রতিযোগী কোম্পানির এসইউভিগুলোর মতোই এতে দেওয়া হয়েছে বড় সানরুফ। গাড়ির ভিতরে রয়েছে ডুয়াল টাচ স্ক্রিন ছাড়াও অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের সুবিধা। ৩৬০ ডিগ্রি রিয়ার ভিউ ক্যামেরার সঙ্গে এই এসইউভিতে পাওয়া যাবে ভেন্টিলেটেড পাওয়ার সিট। গাড়ি চালাতে গিয়ে অটো ব্রেকিং ও ক্রুজ কন্ট্রোলের সুবিধা পাওয়া যাবে। ২.২ লিটার পেট্রল ও ডিজেল অপশনে পাওয়া যেতে পারে Mahindra XUV700। ১৭-১৮ লক্ষ টাকা থেকে শুরু হতে পারে এর বেস ভ্যারিয়েন্ট।