Multibagger Stocks: ২ বছরেই বিনিয়োগ দ্বিগুণ করেছে টাটার এই শেয়ার, কেনা ছিল ?
Tata Communications Share: বিগত ১১ বছর ধরে বিনিয়োগকারীরা এই শেয়ার থেকে চমকপ্রদ রিটার্ন পেয়েছেন। ১১ বছরের হিসেব ধরলে টাটা কমিউনিকেশনের শেয়ারে এসেছে ১৪৩০ শতাংশ রিটার্ন।
Tata Communications Share: টাটা গ্রুপের একটি শেয়ারে বিগত দু-বছরে বিপুল রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। বাজারে ভোলাটিলিটি তুঙ্গে থাকলেও এই শেয়ারের দাম (Tata Group Stock) বেড়েই চলেছে ক্রমশ। ২ বছর আগেই যে স্টকে দাম চলছিল ৯১৪ টাকায়, সেই স্টক এখন পৌঁছে গিয়েছে ১৮৬৮ টাকার স্তরে। অর্থাৎ ২ বছরের মধ্যেই আপনার বিনিয়োগ থাকলে তা দ্বিগুণ করে দিয়েছে এই স্টক (Tata Communications Stocks)। সংস্থার নাম টাটা কমিউনিকেশনস। টাটা গ্রুপের (Multibagger Stocks) এই মাল্টিব্যাগারে বিনিয়োগ ছিল আপনার ?
বিগত ১১ বছর ধরে বিনিয়োগকারীরা এই শেয়ার থেকে চমকপ্রদ রিটার্ন পেয়েছেন। ১১ বছরের হিসেব ধরলে টাটা কমিউনিকেশনের শেয়ারে এসেছে ১৪৩০ শতাংশ রিটার্ন। এপ্রিল মাসেই টাটা গ্রুপের এই স্টক ২০০০ টাকার সীমা ছাড়িয়ে একটা নতুন উচ্চতায় এসে পৌঁছেছিল। এপ্রিল মাসেই এই শেয়ারের দাম সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলে ২০৮৪ টাকার।
ডিজিটাল পরিষেবার ক্ষেত্রে এই সংস্থার এক বিপুল অবদান আছে দেশে। সারা দেশের মধ্যে এন্টারপ্রাইজ লেভেলের কানেক্টিভিটি তৈরি করার পিছনে এই সংস্থার আরেকটি বড় ভূমিকা আছে। এই সংস্থার বিস্তৃতিসূচক গ্লোবাল নেটওয়ার্ক ভারতের অর্থনীতিতে বিশেষ অবদান আছে। ১৯০টি দেশের সঙ্গে ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নতিসাধনে টাটা কমিউনিকেশনের (Tata Communications Stocks) গুরুত্বপূর্ণ অবদান আছে। বিশ্বের সমস্ত ইন্টারনেট পরিষেবার ৩০ শতাংশই টাটা কমিউনিকেশনের অধীনে এখন।
ডিজিটাল পোর্টফোলিওর হিসেবে টাটা কমিউনিকেশনের (Multibagger Stocks) রেভিনিউ ২০২৩ সালে যেখানে ছিল ৩২ শতাংশ, তা ২০২৪ সালে এসে বেড়েছে ৪১ শতাংশে। সংস্থা দাবি করছে আগামী ২০২৭ সালের মধ্যে এই সংস্থা ৬০ শতাংশ রেভিনিউ উৎপাদনে সাহায্য করবে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Modi 3.0: চলতি বছরেই ৮২,০০০ ছোঁবে সেনসেক্স, গ্লোবাল রেটিং এজেন্সি দিচ্ছে আশা, এখনই ইনভেস্ট করবেন ?