Maruti Suzuki Alto: বদলে গেছে পুরো ডিজাইন ল্যাঙ্গোয়েজ। পরবর্তী প্রজন্মের Celerio লঞ্চ করার পরে এবার নতুন Maruti Suzuki Alto আসতে চলেছে বাজারে। সম্প্রতি বেশকিছু জায়গায় এই গাড়িকে টেস্টিং মুডে স্পট করা গেছে। শোনা যাচ্ছে, কোম্পানির নতুন Brezza, Baleno, Ertiga ও XL6 ফেসলিফ্টের সঙ্গেই আগামী বছর আসতে পারে Alto। তবে এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি। 


New Maruti Suzuki Alto: কেমন দেখতে গাড়ি ? 
সম্প্রতি আরও একবার দেখা গেছে এই গাড়ি। Kar DIY-এর একটি সাম্প্রতিক স্পাই ভিডিও নতুন অল্টোর (New Maruti Suzuki Alto)সম্পূর্ণ প্রোফাইল দেখিয়েছে৷ ভিডিওতে দেখা যাচ্ছে, আগের থেকে অনেকটাই চৌকো ডিজাইনে তৈরি হয়েছে এই গাড়ি। গাড়ি টেস্টিংয়ের সময় নতুন অল্টোতে ঘন কালো কাপড়ের কভার দেওয়া হয়েছিল। ভিডিওটি দেখে মনে হচ্ছে, নতুন মারুতি অল্টোর সাইজ পুরোনোর থেকে কিছুটা বড় হবে। এটি একটি লম্বা হ্যাচব্যাকের মতো হতে পারে।


New Maruti Suzuki Alto: এর ডিজাইন কিছুটা নতুন সেলেরিওর মতো হতে পারে। এর সামনে পরিবর্তন করা হয়েছে, একটি বড় গ্রিল ও একটি নতুন ডিজাইন দেওয়া হয়েছে অল্টোতে। সাইড প্রোফাইল পরিষ্কার রাখার চেষ্টা করেছে কোম্পানি। এটি বর্তমান মডেলের তুলনায় কিছুটা বড় হতে পারে। এর পিছনের ডিজাইন পরিবর্তন করা হয়েছে। গাড়িটি স্কোয়ার হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। নতুন Maruti Alto 800 কোম্পানির লাইটওয়েট HEARTECT প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হতে পারে।


কার সাইটগুলোর মতে, ছোট হ্যাচের সেগমেন্টে এখন কিছুটা হলেও বড় হবে নতুন অন্টো।ইতিমধ্যেই বিদেশের বাজারে লঞ্চ হয়ে গেছে এই স্মল কার। যেখানে অ্যাডভান্স ড্রাইভিঁং অ্যাসিস্ট্যান্স ফিচার দিয়ে লঞ্চ হয়েছে গাড়ি। এখন দেখার ভারতের বাজারে এই ADAS ফিচার দেয় কিনা গাড়ি। যদিও কিছু কার ব্লগারের মতে, এই ফিচার দিলে স্বাভাবিকভাবেই দাম বাড়বে গাড়ির।আগের মতো দেশের সবথেকে সস্তা গাড়ির তকমা থাকবে না অল্টোর গায়ে।


Bike Tips: ১০ বছরেও নতুন থাকবে বাইক, মেনে চলুন এই টোটকা


Hyundai Venue Facelift: নজর কাড়বে নতুন ডিজাইন, ফেসলিফ্ট আনছে Venue


Mini Cooper SE Electric Photos: এক চার্জে যেতে পারে দিল্লি থেকে দেরাদুন, দেখুন মিনি কুপার ইলেকট্রিক