Petrol Diesel Prices Reduced: লোকসভা ভোটের আগের দাম কমল পেট্রোল-ডিজেলের! আপনার পকেট কতটা বাঁচবে?
Petrol Diesel Price Cut:কেন্দ্রের তরফে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।
কলকাতা: লোকসভা ভোটের আগে বড় খবর। দাম কমানো হল পেট্রোল ও ডিজেলের। কেন্দ্রের তরফে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।
पेट्रोल और डीज़ल के दाम ₹2 रुपये कम करके देश के यशस्वी प्रधानमंत्री श्री @narendramodi जी ने एक बार फिर साबित कर दिया कि करोड़ों भारतीयों के अपने परिवार का हित और सुविधा सदैव उनका लक्ष्य है।
— Hardeep Singh Puri (मोदी का परिवार) (@HardeepSPuri) March 14, 2024
वसुधा का नेता कौन हुआ?
भूखण्ड-विजेता कौन हुआ?
अतुलित यश क्रेता कौन हुआ?
नव-धर्म… https://t.co/WFqoTFnntd pic.twitter.com/vOh9QcY26C
X হ্যান্ডেলে বিষয়টি নিয়ে পোস্ট করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরি। তিনি লিখেছেন, 'পেট্রোল ও ডিজেলের দাম ২ টাকা করে লিটারে কমিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের প্রমাণ করলেন যে তিনি তাঁর পরিবার অর্থাৎ কোটি কোটি ভারতীয়ের উন্নতি ও সুবিধার কথা ভাবেন, সেটাই তাঁর লক্ষ্য়।' তিনি আরও বলেছিলেন, 'গত আড়াই বছরে ভারতে পেট্রোলের দাম ৪.৬৫ শতাংশ কমেছে।'
১৫ মার্চ ভোর ৬টা থেকে এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
Oil Marketing Companies (OMCs) have informed that they have revised Petrol and Diesel Prices across the country. New prices would be effective from 15th March 2024, 06:00 AM.
— Ministry of Petroleum and Natural Gas #MoPNG (@PetroleumMin) March 14, 2024
Reduction in petrol and diesel prices will boost consumer spending and reduce operating costs for over… pic.twitter.com/FlUSdtg2Vi
এর আগে আন্তর্জাতিক নারী দিবসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে গৃহস্থালির কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করেছিলেন। LPG সিলিন্ডার প্রতি ১০০ টাকা করে কমানো হয়েছিল দাম। এর আগে আন্তর্জাতিক নারী দিবসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে গৃহস্থালির কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করেছিলেন। LPG সিলিন্ডার প্রতি ১০০ টাকা করে কমানো হয়েছিল দাম। প্রধানমন্ত্রী মোদি নিজে তাঁর X হ্যান্ডেলে এই কথা ঘোষণা করেছিলেন। দেশের 'নারী শক্তি'কে সুবিধা দেওয়ার জন্য়ই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ঘোমটা মাথায় হাসপাতালে হানা IAS-এর! হাতেনাতে পর্দাফাঁস হল কী?