Viral News: ঘোমটা মাথায় হাসপাতালে হানা IAS-এর! হাতেনাতে পর্দাফাঁস হল কী?
IAS Surprise Inspection: দীর্ঘদিন ধরেই ওই স্বাস্থ্যকেন্দ্র নিয়ে একাধিক অভিযোগ এসেছিল। তাই নিজেই আসল ছবিটা দেখার জন্য এমন পরিকল্পনা আসে তাঁর মাথায়।
কলকাতা: স্বাস্থ্যকেন্দ্র চত্বরে ঘোরাঘুরি করছেন এক মহিলা। আধহাত ঘোমটা টানা। ডাক্তারের খোঁজ করছিলেন, ডাক্তার মিললেও ব্য়বহার ঠিক পাননি। তারপরেই স্বমূর্তি ধরলেন সেই মহিলা। ঘোমটা সরিয়ে পরিচয় দিতেই তটস্থ গোটা স্বাস্থ্যকেন্দ্র। কারণ ওই মহিলা এলাকায় SDM. স্বাস্থ্যকেন্দ্রে (Government health centre) আদতে কী পরিষেবা মেলে সেটা জানতেই পরিচয় লুকিয়ে, মুখ ঢেকে হাসপাতালে-তল্লাশি। তাতেই পর্দাফাঁস অব্যবস্থার । ঘটনাস্থল উত্তরপ্রদেশের ফিরোজাবাদের দিদা মাই স্বাস্থ্য কেন্দ্র। আর IAS অফিসার ওই SDM-এর নাম কৃতী রাজ।
হাসপাতালে গেলে মেলে না পরিষেবা। ওষুধও মেলে না। কখনও ডাক্তারের দেখা পাওয়া যায় না। কখনও আবার ডাক্তারের দেখা মিললেও সহ্য করতে হয় বাজে ব্য়বহার। এমনই নানা অভিযোগ মিলছিল প্রতিদিনই। উত্তরপ্রদেশের ফিরোজাবাদের ওই স্বাস্থ্যকেন্দ্র ঘিরে বারবার এমন অভিযোগ পাওয়ায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছিলেন সংশ্লিষ্ট এলাকায় SDM. কিন্তু সপারিষদ তদন্তে গেলে আসল সত্যি যে সামনে আসবে না তা তিনি বুঝতেও পেরেছিলেন। তাই পরিচয় লুকিয়ে হানা সেই স্বাস্থ্যকেন্দ্রে (Health Centre)। হাতেনাতে ধরলেন অব্যবস্থা।
ভয়াবহ ছবি:
তল্লাশির পরে তিনি জানিয়েছেন ওই স্বাস্থ্যকেন্দ্রের আসল ছবির বিষয়ে। কুকুরে কামড়ানোর ভ্যাকসিন নিতে সকাল ১০টা থেকে বাসিন্দারা ভিড় জমিয়েছিল সেখানে। কিন্তু ডাক্তাদের দেখা পাওয়া যায়নি। অনেক পরে ডাক্তারের দেখা মেলে। কথা বলতে গেলে ওই ডাক্তার দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। সব রোগীর সঙ্গেই এমন ব্যবহার করছিলেন ডাক্তার। ডাক্তারের উপস্থিতির হারও ঠিক ছিল না। রেজিস্টারে সই থাকলেও অনেকের খোঁজ মিলছিল না। আরও ভয়ের ছবি রয়েছে। SDM কৃতী রাজ জানাচ্ছেন, ওই স্বাস্থ্যকেন্দ্রের যে ওষুধ মজুত ছিল তার অন্তত ৫০ শতাংশই মেয়াদ উত্তীর্ণ (expired medicine in stocks)। হাসপাতালের পরিচ্ছন্নতার দশাও ছিল বেহাল।
#WATCH | Uttar Pradesh: SDM Sadar Kriti Raj says, "I had received a complaint in regards to Dida Mai health centre that the doctor was not present even after 10 am to administer the injection for dog bite. I went there anonymously in a veil, the doctor's behaviour was not… https://t.co/mX0dD6WvRd pic.twitter.com/5K3bx5wVCZ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 13, 2024
ওই আইএএস আধিকারিকের তল্লাশির ছবি প্রকাশ্যে আসতেই যোগী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধীরা। নিজের X হ্যান্ডেলে, প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের অভিযোগ, বিজেপির আমলে সে রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার হাল এমনই। সরকারি স্বাস্থ্য ব্য়বস্থার এমন হাল প্রকাশ্যের আনার জন্য ওই আধিকারিককে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পাশাপাশি এমন কাজ করার জন্য সাবধানে থাকার বার্তাও দিয়েছেন।
আরও পড়ুন: লেবু চাইতে মাঝরাতে পড়শির দরজায় টোকা, মামলা গড়াল আদালতে, হল জরিমানা