SEBI Ban: ১ মাসেই ৩৭২ শতাংশ মুনাফা ! শেয়ারে কারচুপির অভিযোগ; এই সংস্থাকে নিষিদ্ধ করল সেবি
Smallcap Stock: এই সংস্থার নাম পাচেলি ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স লিমিটেড ওরফে পিআইএফএল। আগামী কোনো ঘোষণা না করা পর্যন্ত এই ৭ সংস্থা বাজারে কোনোভাবেই অংশ নিতে পারবে না।

Stock Market: মাত্র এক মাসের মধ্যেই একটি সংস্থার শেয়ারের দাম তড়তড়িয়ে বাড়ল ৩৭২ শতাংশ। ২ ডিসেম্বর ২০২৪ এই সংস্থার শেয়ারের দাম যেখানে ছিল ২১.০২ টাকা, সেখানে ১৬ জানুয়ারি ২০২৫-এ এসে এই সংস্থার শেয়ারের দাম (Smallcap Stock) পৌঁছে গিয়েছে ৭৮.২ টাকায়। শুধু তাই নয়, সংস্থার শেয়ারের প্রাইস-টু-আর্নিং অনুপাত বা পিই অনুপাত অবিশ্বাস্যভাবে পৌঁছে গিয়েছে ৪ লক্ষ ৫ হাজার ৬৬৪-তে। এই অবিশ্বাস্য প্রাইস মুভমেন্টের (Stock Market) কারণে ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড তদন্ত শুরু (SEBI Ban) করেছে সংস্থাকে ঘিরে। এই সংস্থা সহ আরও ৬টি সহযোগী সংস্থাকে একযোগে সিকিউরিটিজ বাজার থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেবি।
এই সংস্থার নাম পাচেলি ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স লিমিটেড ওরফে পিআইএফএল। আগামী কোনো ঘোষণা না করা পর্যন্ত এই ৭ সংস্থা বাজারে কোনোভাবেই অংশ নিতে পারবে না। ২০২৫ সালের ১৬ জানুয়ারি সেবি একটি নির্দেশিকায় জানিয়েছে যে এই সংস্থা সম্ভবত 'পাম্প অ্যান্ড ডাম্প' কারচুপির সঙ্গে জড়িয়ে আছে। বাজার নিয়ন্ত্রক এও চিহ্নিত করেছে, এই প্রক্রিয়ার মাধ্যমে অন্য শেয়ারহোল্ডারদের বিনিয়োগ করা টাকায় কিছু নির্দিষ্ট ব্যক্তিকে মুনাফা পাইয়ে দেওয়া হয়ে থাকে। সংস্থার আর্থিক ফান্ডামেন্টালের সঙ্গে তাল মিলিয়ে স্টকের দামে বৃদ্ধি লক্ষ করা যায়নি। পিআইএফএল সংস্থার প্রতিবেদনে জানা গিয়েছে ২০২২-২৩ অর্থবর্ষে এই সংস্থা কোনো অপারেটিং উপার্জন দাখিল করেনি। ২০২৪ সালে এর বাইরে গিয়ে ১.০৭ কোটি টাকা রেভিনিউ এসেছে মূলত ব্যাড-ডেট রিকভারি এবং ঋণের সুদের মাধ্যমে।
নির্দেশিকায় সেবির পূর্ণ সময়ের সদস্য অশ্বিনী ভাটিয়া জানিয়েছেন যে এই সংস্থার আগে থেকে পরিকল্পিতভাবে শূন্যে দুর্গ তৈরি করার প্রচেষ্টার ইঙ্গিত স্পষ্ট বোঝা যাচ্ছে। তিনি লিখেছেন, 'এই পরিস্থিতিতেই সিকিউরিটিজ বাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেব সেবির ভূমিকা গুরুত্বপূর্ণ। এই সংস্থা আবারও বিধিবদ্ধভাবে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার চেষ্টা করে থাকে'। পিআইএফএলের স্টকে অস্বাভাবিক দামের গতিবিধি সেবির নজরদারি ব্যবস্থা দ্বারা চিহ্নিত হয়েছিল, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে এই স্টকের ব্যাপক লাফ যে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে অগ্রাধিকার দিয়ে মুনাফা পাইয়ের দেওয়ার চক্রান্ত তা বোঝা যায়। আর এই ঘটনাই স্টকের দামে কারচুপির ইঙ্গিত স্পষ্ট করেছিল।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Mutual Fund: মিউচুয়াল ফান্ডে নমিনির নিয়মে বড় বদল, বিনিয়োগকারীরা কী সুবিধে পাবেন ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
