নয়াদিল্লি: সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান(SIP) করে লাভবান হচ্ছেন বন্ধুরা, অথচ প্রতি মাসে বেশি টাকা বিনিয়োগ করেও ক্ষতির মুখ দেখছেন আপনি? তাহলে অন্য কিছু নয়, গোড়ায় গলদ রয়েছে আপনার। এই ৫ ভুল শুধরে নিলেই লক্ষ্মীলাভ ।


আর্থিক লক্ষ্য ঠিক না হলেই সমস্যা



  • মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে আর্থিক লক্ষ্য ঠিক করা উচিত।

  • ফিন্যান্সিয়াল গোল ঠিক না হলেই ভুল ফান্ড বাছবেন ক্রেতা।


গ্রোথ ফান্ডের পরিবর্তে ডিভিডেন্ড প্ল্যান বাছা



  • মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কখনোই ডিভিডেন্ড প্ল্যানের দিকে ছুটবেন না, গ্রোথ প্ল্যানের দিকে হাঁটুন।

  • অনেকেই মনে করেন, একবার মিউচুয়াল ফান্ড ডিভিডেন্ড ঘোষণা করলে তাঁরা বিশাল কিছু অর্থ পাবেন।

  • বোঝেন না ডিভিডেন্ট ফান্ডের ফেস ভ্যালুর ওপর নির্ভর করে, নেট অ্যাসেট ভ্যালু বা (NAV)-এর ওপর নয়।

  • ভুললে চলবে না, গ্রোথ ফান্ডে বিনিয়োগকারীরা কর ছাড় পান।


মার্কেট নীচের দিকে এলেও এই ভুল করবেন না


অনেক বিনিয়োগকারী এমন আছেন, যারা মার্কেট নীচে নামলে বিনিয়োগ করা বন্ধ করে দেন। ফের মার্কেট তার গতি পেলে বিনিয়োগ শুরু করেন।বিনিয়োগের 'থাম্ব রুল' বলছে, কম দামে কিনুন-বেশি দামে বিক্রি করুন। তাই মার্কেট নীচের দিকে এলেও বিনিয়োগ করা বন্ধ করবেন না। মার্কেট ওঠানামার দিকে নজর না দিয়ে নিজে কোন ফান্ড কিনবেন সেটায় নজর দিন। 


বার বার পরিবর্তন করবেন না


এই শেয়ার থেকে ওই শেয়ার, প্রতিনিয়ত নিজের ফোলিও পরিবর্তন করবেন না।
অন্যকে দেখে নিজের শেয়ার বিক্রি বা কিনবেন না। প্রত্যেকের আলাদা ইনভেস্টমেন্ট গোল থাকে।
অনেকে ফান্ডের বিগত দিনের পারফরম্যান্স দেখে বিনিয়োগ করেন। এটা পুরোপুরিভাবে ঠিক নয়। ফান্ড পরবর্তীকালে বাজে পারফর্ম করতে  পারে। কারণ প্রতি মুহূর্তে ফান্ডের রিটার্নবদলায়।
প্রতি কোয়ার্টারে ফান্ডের ভ্যালু বদলায়। তাই মার্কেটের দিকে নজর রেখে সিদ্ধান্ত নেবেন। আপনি ফান্ড নির্বাচনের অন্য স্ট্যান্ডার্ডগুলোর দিকেও নজর দিন।


কম NAV হলেই ফান্ড বাজে নয়


কোনও ফান্ডের ন্যাভ কম বা বেশি হওয়ার পিছনে অনেক কারণ থাকে।
SIP করার সময় নেট অ্যাসেট ভ্যালুর দিকে অত নজর দেবেন না।
ফান্ডের পুরোনো পারফর্মেন্সের সঙ্গে ভবিষ্যতের কথা চিন্তা করুন। 


ডিসক্লেইমার : এবিপি লাইভ পাঠককে কোনও ধরনের ফান্ডে বিনিয়োগ করতে বলে না। এই তথ্য কেবল পাঠককে জানাতে শেয়ার করা 
হয়েছে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারে ঝুঁকি নেওয়ার সমান। কোনও জায়গায় বিনিয়োগ করার আগে তার স্কিম সম্পর্কিত তথ্য ভালভাবে পড়ে নিন। স্কিমের ন্যাভ(নেট অ্যাসেট ভ্যালু) জেনে নিন। আপনার বিনিয়োগ বাজার ওঠানামার সঙ্গে ঝুঁকিপূর্ণ।