Defender SUV Launch: ভারতে লঞ্চ হল দ্রুততম এসইউভি, ডিফেন্ডারের দাম ১.৮২ কোটি টাকা
সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে V8 ইঞ্জিনের বিষয়ে প্রকাশ্যে আনে জাগুয়ার ল্যান্ড রোভার।এবার থেকে ডেফিন্ডারের (Land Rover Defender) স্ট্যান্ডার্ড ও কারপেথিয়ান এডিশনে পাওয়া যাচ্ছে শক্তিশালী V8 ইঞ্জিন।
নয়াদিল্লি: ভারতের বাজারে আগেই এসেছিল ল্যান্ড রোভারের ডিভেন্ডার(Land Rover Defender) ৯০ ও ১১০ ভ্যারিয়েন্ট। এবার দেশের বুকে সবথেকে শক্তিশালী ও দ্রুততম এসইউভি লঞ্চ করল কোম্পানি। গাড়ির দাম রাখা হয়েছে ১.৮২ কোটি টাকা।
সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে V8 ইঞ্জিনের বিষয়ে প্রকাশ্যে আনে জাগুয়ার ল্যান্ড রোভার(Jaguar Land Rover) ।এবার থেকে ডেফিন্ডারের স্ট্যান্ডার্ড ও কারপেথিয়ান এডিশনে (Carpathian Edition) পাওয়া যাচ্ছে শক্তিশালী V8 ইঞ্জিন।চলতি বছরেই ফেব্রুয়ারি মাসে ডিফেন্ডারের একই মডেল আনে জাগুয়ার ল্যান্ড রোভার। অ্যাডভেঞ্চার ট্যুরার হিসাবে এই গাড়িকে তৈরি করেছে কোম্পানি। যার ৯০ মডেলে রয়েছে তিনটি ডোর ও ১১০ মডেলে দেওয়া হয়েছে ৫টি দরজার সুবিধা।
ডিফেন্ডারের কার্পাথেরিয়ান এডিশনে বডি কালারে দেওয়া হয়েছে কারপাথেরিয়ান গ্রে রং। সঙ্গে রাগেড লুক দিতে দেওয়া হয়েছে ব্ল্যাক হুড। রুফ লাইন, টেইল গেটেও গ্লসি ব্ল্যাক ব্যবহার করেছে কোম্পানি।একজস্টের জন্য দেওয়া হয়েছে চারটে টেইলপাইপ। অ্যাডভেঞ্চার রাইডের জন্য দেওয়া হয়েছে ২২ ইঞ্চির হুইল। যার মধ্যে ১৫ ইঞ্চির ডিস্ক ছাড়াও রয়েছে ব্লু ক্যালিপারস।
অ্যাডভেঞ্চার ট্যুরার হলেও গাড়ির কেবিনে রয়েছে যথেষ্ট জায়গা।ইনফোটেইনমেন্টের জন্য দেওয়া হয়েছে ১১.৪ ইঞ্চির টাচস্ক্রিন। ৫লিটারের V8 ইঞ্জিন দেওয়া হয়েছে গাড়িতে।যা জাগুয়ার ল্যান্ডরোভার সিরিজে সবথেকে শক্তিশালী ই়ঞ্জিন। এই ইঞ্জিনের মাধ্যমে ৫২৫ হর্স পাওয়ার ছাড়াও ৬২৫ এনএম-এর পিক টর্ক জেনারেট করে এই এসইউভি। মাত্র ৫.২ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে ডিফেন্ডার। গাড়িতে ২৪০ কিলোমিটারের টপ স্পিড দেয় গাড়ি।
অতীতে তিনটে পাওয়ার টেরেইনে বাজারে আনা হয় ডিফেন্ডার ৯০। ২ লিটার পেট্রোল ইঞ্জিনের শুরু হয় গাড়ি তৈরি। এ ছাড়াও ডিফেন্ডারে ছিল ৩ লিটারের পেট্রল ও ডিজেল ইঞ্জিন। এবার সেই তালিকায় ঢুকল V8 ইঞ্জিনের নাম। বরাবরই ল্যান্ড রোভারের এসইউভির দিকে নজর থাকে সারা বিশ্বের। সলিড বিল্ড কোয়ালিটি ও ফিচারসের জন্য সুনাম রয়েছে এই কোম্পানির।অতীতেও জাগুয়ার ল্যান্ড রোভারের একাধিক গাড়ি অ্যাডভেঞ্চার ট্যুরার ক্যাটিগরিতে জনপ্রিযতা অর্জন করেছে।