এক্সপ্লোর
Skoda Kushaq Facelift : নতুন স্কোডা কুশাক ফেসলিফটের ছবি প্রকাশ্যে, আজ লঞ্চ
Skoda Kushaq Facelift : বদলে গেছে সামনের গ্রিল, নতুন স্কোডা কুশাক লঞ্চ হল ভারতে।
নতুন ভেনুর সঙ্গে টক্কর হবে কুশাক ফেসলিফটের ?
1/8

নতুন স্কোডা কুশাক ফেসলিফট এসে গেছে । এতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, যার শুরুটা হয়েছে নতুন চেহারা ও নতুন ইন্টেরিয়র দিয়ে। গাড়িতে যোগ হয়েছে আরও অনেক ফিচার। এছাড়াও, এর মেকানিক্যাল অংশেও একটি বড় পরিবর্তন এসেছে।
2/8

স্টাইলিংয়ের দিক থেকে নতুন কুশাককে সত্যিই সম্পূর্ণ নতুন ও আলাদা দেখাচ্ছে। যেখানে একটি স্পষ্ট প্রিমিয়াম ছোঁয়া রয়েছে। সম্পূর্ণ এলইডি লাইটিং ও কানেক্টেড সেটআপটি নতুন হেডল্যাম্প ও গ্রিলের সঙ্গে বেশ ভালো লাগছে।
Published at : 20 Jan 2026 01:42 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















