Bike News: গত বছরই বাইক উইকে প্রদর্শনী হয়েছিল এই বাইকের। এবার নতুন বছরের শুরুতে টাইগার ৯০০ রেঞ্জের নতুন বাইক আসতে চলেছে ভারতে। মিডল ওয়েট এই অ্যাডভেঞ্চার বাইক মূলত দুটি ভ্যারিয়ান্টে পাওয়া যাবে- টাইগার ৯০০ জিটি, টাইগার ৯০০ র‍্যালি প্রো। গাড়িপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই বাইক (Triumph Bikes)। এমনিতে ভারতের বাজারে এই ট্রায়াম্ফ বাইকের বিশেষ চাহিদা রয়েছে। টাইগার মডেল ছাড়াও ট্রায়াম্ফ মোটরসের স্পিড ৪০০, ক্র্যাম্ববলার ৪০০ এক্স এই দুটি মডেলও (Tiger 900) খুবই জনপ্রিয়। সংস্থার পক্ষ থেকে টাইগার জিটি, টাইগার ৯০০ র‍্যালির নতুন সংস্করণ প্রকাশ্যে আনা হয়েছে। বুকিং শুরু হয়ে গিয়েছে, তবে ডেলিভারি এখনই শুরু হবে না।


ডিজাইন ও ফিচার্স


টাইগার ৯০০ বাইকটি ৮৮৮ সিসি লিকুইড কুলড, ১২ ভালভ, ৩ সিলিন্ডার ইঞ্জিন, অন্যান্য ইঞ্জিনের থেকে ১৩ শতাংশ বেশি আউটপুট পাওয়া যাবে এই বাইকে (Triumph Bikes)। এক্ষেত্রে ১০৭ বিএইচপিতে ৯৫০০ আরপিএম এবং ৯০ এনএম টর্কে ৬৮৫০ আরপিএম ক্ষমতা পাওয়া যাবে এই মডেলে। এতে থাকছে উন্নত ব্লুটুথ কানেকশন, ৭ ইঞ্চির টিএফটি স্ক্রিন, এলইডি হেডল্যাম্প ইত্যাদি ফিচার্স। কর্নারিং এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, এমার্জেন্সি ব্রেকিং ওয়ার্নিং এবং এলইডি ইলিউমিনেশন ইত্যাদি অত্যাধুনিক ফিচার্সও পাওয়া যাবে টাইগার ৯০০ বাইকে। এতে আবার নানারকম মোড ইন্সটল করা আছে। যেমন- রোড, রেন, স্পোর্টস, রাইডার, কনফিগারেবল, অফ রোড, অফ রোড প্রো ইত্যাদি। মূলত টাইগার র‍্যালি প্রো মডেলটির ক্ষেত্রেই এই মোড পাওয়া যাবে।


পাওয়ারট্রেন কেমন থাকছে


এই বাইকের ইঞ্জিন মূলত ৮৮৮ সিসির লিকুইড কুলড ইঞ্জিন (Tiger 900), এই ইঞ্জিনটি ১০৬.৫ বিএইচপি শক্তি এবং ৯০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে একটি ৬ স্পিডের গিয়ারবক্সও রয়েছে। জরুরি নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে এই বাইকের সঙ্গে। র‍্যালি প্রো মডেলটিতে ৪৫ মিমি ফ্রন্ট ফর্ক এবং মনোশক লাগানো রয়েছে।


দাম কত থাকছে


খুবই দামী এবং বিলাসবহুল বাইকের মধ্যে রয়েছে ট্রায়াম্ফের এই দুই নতুন মডেল। ১০ লাখের উপরেই দাম রয়েছে এই বাইকের। প্রিমিয়াম ক্যাটাগরিতে টাইগার জিটি ৯০০ এবং টাইগার ৯০০ র‍্যালি প্রো মডেলদুটির দাম যথাক্রমে ১৩.৯৫ লক্ষ টাকা এবং ১৫.৯৫ লক্ষ টাকা। এগুলি সবই বাইকের এক্স শোরুম দাম। এই দুই বাইক একইসঙ্গে অফরোড এবং দীর্ঘ পথের জার্নির ক্ষেত্রে সেরা বিকল্প হতে চলেছে।


আরও পড়ুন: Suzuki Swift: NCAP পরীক্ষায় ৪ রেটিং পেল সুজুকি সুইফটের নয়া ভার্সন, কবে আসবে বাজারে ?


Car loan Information:

Calculate Car Loan EMI