নয়াদিল্লি: সাব কমপ্যাক্ট এসইউভির দৌড়ে এবার নাম লেখাল ফক্সওয়াগন (Volkswagen)। ভারতে লঞ্চ হল কোম্পানির নতুন মডেল ফক্সওয়াগন টাইগুন (Volkswagen Taigun)। কোম্পানির অত্যাধুনিক MQB A0 IN platform-এ তৈরি হয়েছে এই গাড়ি।
Volkswagen Taigun-এর দাম কত ?
দেশে Volkswagen Taigun-এর দুটো পেট্রল ইঞ্জিনের ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে কোম্পানি। এসইউভির 1.0 TSI পেট্রল ইঞ্জিনের দাম রাখা হয়েছে ১০.৪৯ লক্ষ টাকা এক্স শোরুম। বাকি 1.5 TSI petrol GT ইঞ্জিন ম্যানুয়াল গিয়ারবক্সের দাম শুরু হয়েছে ১৪.৯৯লক্ষ টাকা থেকে। তবে এই দামই গাড়ির এক্স শোরুম বেস প্রাইস। এর অনরোড প্রাইস স্বাভাবিকভাবেই অনেকটা বেশি হবে। এ ছাড়াও রয়েছে নতুন মডেলের ডিজেল ভার্সন। Volkswagen Taigun GT ডিজেল ভ্যারিয়েন্টের দাম ১৭.৪৯ লক্ষ টাকা রেখেছে ফক্সওয়াগন। যাতে রয়েছে ৭ স্পিড ডিএসজি ভার্সন গিয়ারবক্স।
Volkswagen Taigun-এর ডিজাইন
কোম্পানির T-Roc এসইউভির আদলে তৈরি হয়েছে এই সাব কম্প্যাক্ট কার। যার সামনে চওড়া ক্রোম প্লেটেড গ্রিল আকর্ষণ বাড়াচ্ছে গাড়ির। থ্রি স্ল্যাব গ্রিলের মাঝখানে শোভা পাচ্ছে Vw লোগো। ফক্সওয়াগনের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সবসময় কাজে লাগে এই লোগো। এবার গাড়িতে পুরো একটা লাইট বার দিয়েছে কোম্পানি। এলইডি ডিআরএলস গাড়িকে একটা অন্য মাত্রা দিয়েছে। ভারতীয় ক্রেতাদের কথা মাথায় রেখে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ক্রোম প্লেট।
Volkswagen Taigun-এর ইঞ্জিন
গাড়িতে ন্যাচারাল অ্যাসপিরেটেড ইঞ্জিন দেয়নি ফক্সওয়াগন। টাইগুনে ব্যবহার করা হয়েছে টার্বোচার্জড ইঞ্জিন। 1.0 TSI ইঞ্জিন দিচ্ছে ১১৫ হর্স পাওয়ার। যাতে রয়েছে ৬ স্পিড টর্ক কনভার্টার। অটোমেটিকের পাশাপাশি ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে গাড়িতে। তবে বেশি পাওয়ার দিচ্ছে 1.5 TSI ইঞ্জিন। যা গাড়িতে ১৫০ হর্স পাওয়ার ছাড়াও ২৫০ নিউটন মিটারের টর্ক প্রোডিউস করছে। এই ভ্যরিয়েন্টে ৬ স্পিড ম্যানুয়াল ছাড়াও ৭ স্পিড DSG dual-clutch অটোমেটিকের সুবিধা দেওয়া হয়েছে।ভারতে কমপ্যাক্ট এসইউভির সেগমেন্টে 1.5 TSI ইঞ্জিনকে সবথেকে পাওয়ারফুল ইঞ্জিন হিসাবে তুলে ধরেছে Volkswagen।
Volkswagen Taigun-এর ফিচার
বাকি সবার মতোই এতেও রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। গাড়িতে দেওয়া হয়েছে ১০ ইঞ্চির টাচস্ক্রিন।যার মাধ্যমে এসি নিয়ন্ত্রণ করতে পারবেন চালক। ১৭ ইঞ্চির চওড়া অ্যালোয় হুইল গাড়ির এসইউভির লুক আরও ভালো করেছে। কেবিনে অ্যামবিয়েন্ট লাইটিং, রেয়ার ভিউ ক্যামেরা, তারবিহীন স্মার্টফোন কানেক্টিভিটি ছাড়াও রয়েছে টাইপ-সি ইউএসবি পোর্টস। যাত্রী সুরক্ষার জন্য ৬টা এয়ারব্যাগ দেওয়া হয়েছে গাড়িতে। এছাড়াও রয়েছে সানরুফের অপশন।
Volkswagen Taigun-এর প্রতিযোগী কারা ?- ফক্সওয়াগন টাইগুনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা হবে হুন্ডাই ক্রেটা, স্কোডা কুশ্যাক, এমজি অ্যাস্টর ছাড়াও কিয়া সেলটসের। আপার মিডরেঞ্জে সেগমেন্টেই লড়াই হবে এই কম্যাক্ট এসইউভির।
আরও পড়ুন : Audi Car Launch: শক্তিশালী ইলেকট্রিক মোটরের সঙ্গে স্পোর্টি লুক, Audi e-Tron GT Electric এল ভারতে
আরও পড়ুন : Honda BR-V Launch: ভোল বদলে প্রিমিয়াম লুক, প্রকাশ্যে এল নতুন Honda BR-V
আরও পড়ুন : TVS Raider 125 launch: Honda ও HERO-র সঙ্গে হবে লড়াই, বাজারে এল TVS Raider 125
আরও পড়ুন : MG Astor India: Creta-Seltos-এর সঙ্গে লড়াই ! সামনে এল MG Astor SUV