এক্সপ্লোর
Advertisement
শহরের ফুটপাতে প্রৌঢ়ার মাথা থেঁতলানো মৃতদেহ!টাকার লোভে খুন? খতিয়ে দেখছে পুলিশ
কলকাতার ফুটপাথে প্রৌঢ়ার মাথা থেঁতলানো মৃতদেহ! শীতের ভোরে এই দৃশ্য প্রাতর্ভ্রমণকারীদের বুকে ঠাণ্ডা স্রোত বইয়ে দিয়েছে!
কলকাতা: কলকাতার ফুটপাথে প্রৌঢ়ার মাথা থেঁতলানো মৃতদেহ! শীতের ভোরে এই দৃশ্য প্রাতর্ভ্রমণকারীদের বুকে ঠাণ্ডা স্রোত বইয়ে দিয়েছে!
রবিবাসরীয় শহরে একাকী প্রৌঢ়াকে খুনের অভিযোগ!মহাজাতি সদনের পাশে ফুটপাথ লাগোয়ায় ঝুপড়িতে মিলল রক্তাক্ত মৃতদেহ! পুলিশের প্রাথমিক অনুমান, মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে প্রৌঢ়াকে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাইরুন বিবি নামে ওই প্রৌঢ়া আদতে হাওড়ার বাঁকড়ার বাসিন্দা।পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।মহাজাতি সদনের কাছে পার্কিংয়ের ব্যবসা দেখভাল করতেন জাইরুন।একাই থাকতেন মহাজাতি সদনের পাশে।
খুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় জোড়াসাঁকো থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখা। পৌঁছয় সায়েন্টিফিক উইংও। সংগ্রহ করা হয় নমুনা। রাস্তার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখেন তদন্তকারীরা।
ডিসি সেন্ট্রাল মিরাজ খালিদ বলেছেন, মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে, তদন্ত চলছে।
তদন্তকারীরা মনে করছেন,খুনে পরিচিত কারও হাত থাকতে পারে। টাকার লোভে প্রৌঢ়াকে খুন করা হয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।
অপরাধ (Crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement